নিউজরাজ্য

প্রথম দফার ভ্যাকসিন প্রাপকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, যোগাযোগ রাখবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে

ইতিমধ্যেই এসএসকেএম-এ ভ্যাকসিন প্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার। মেডিকেলে এই সংখ্যা ৬ হাজারের বেশি

Advertisement

শনিবার দিন রাজ্যের ভ্যাকসিন প্রাপকদের সঙ্গে কথা বলতে শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য ভবন সূত্রে এরকম খবর জানানো হয়েছে। আজ বিভিন্ন জেলাতে জেলাতে টিকা বন্টন করা শুরু হয়ে যাবে। বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে শহরের পাঁচটি মেডিকেল কলেজে টিকা পৌঁছে যাবার কথা এদিন।

পাঁচটি মেডিকেল কলেজের পাশাপাশি কলকাতা পুরসভার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন পৌঁছে যাওয়ার কথা। শনিবার রাজ্যে ২০৪টি কেন্দ্রে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কলকাতায় ভ্যাকসিন সেশন সাইটের সংখ্যা ৯ থেকে ১৩ হয়ে যেতে পারে। শুধু এসএসকেএম হাসপাতালে ভ্যাকসিন প্রাপকের সংখ্যা হতে চলেছে ৯ হাজারের বেশি। আর এই সংখ্যা কলকাতা মেডিকেল কলেজে ৬ হাজারের বেশি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্ন থেকে টিকাকরণ কেন্দ্রের ভ্যাকসিন প্রাপকদের সঙ্গে কথা বলতে চলেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সকলের সাথে যোগাযোগ করবেন। শুধু তাই নয়, সবকটি সেশন সাইটে যাতে ভিডিও কনফারেন্সের পরিকাঠামো থাকে তা নিশ্চিত করারদায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক স্বাস্থ্য আধিকারিকদের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর,প্রথম দফার টিকাকরণ শেষ হয়ে গেলে খুব দ্রুত দ্বিতীয় দফার টিকা রাজ্যে পৌঁছে যাবে।

Related Articles

Back to top button