গান লিখলেন পাক গায়ক, উৎসর্গ করলেন ভারতের বিক্ষুব্ধ চাষীদের
ইসলামাবাদ: ভারতের (India) কৃষক আন্দোলনের রেশ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর আগে ক্রীড়াবিদরা যেমন কৃষক আন্দোলনকে সমর্থন করে তাদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, ঠিক তেমনই আন্দোলনকে সমর্থন করেছেন স্বরা ভাস্কর থেকে একাধিক সেলিব্রেটিরা। আর এবার বিক্ষুব্ধ চাষীদের পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের (Pakistan) এক গায়ক (Singer)। জাওয়াদ আহমেদ (Jawad Ahmad)l নামে এই পাক গায়ক একটি গান (Song) লিখেছেন সম্প্রতি। আর সেই গানটিকে তিনি বিক্ষুব্ধ চাষীদের উৎসর্গ করেছেন।
জানা গিয়েছে, এই বিশেষ গানটির নাম দেওয়া হয়েছে ‘কিষাণ’। গত ডিসেম্বরে এই গানটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে ইউটিউবে ২২ হাজার বার গানটি দেখা হয়েছে। এই গানটি প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাক গায়ক বলেন, ‘পাকিস্তানের অবস্থাও খুব খারাপ। কৃষকদের অধিকার রক্ষার ক্ষেত্রে এমন আন্দোলন গোটা বিশ্বে হওয়া দরকার। ভারতের কৃষক আন্দোলন গোটা বিশ্বের কৃষকদের সমর্থন পেয়েছে। এটা দেখেই আমি এই গানটি বানিয়েছি।
পাক গায়কের এই গান কৃষক বিপ্লবের কথা বলেছে। এমনটাই দাবি করেছেন স্বয়ং জাওয়াদ আহমেদ। এই গান শুনলে কৃষকরা নিজেদের লড়াইয়ে উৎসাহ পাবে। এমনকি আন্তর্জাতিক কৃষক আন্দোলনের উদ্দেশ্যও এই গানটি উৎসর্গ করা হয়েছে বলে দাবি করেছেন এই পাক গায়ক। সব মিলিয়ে ভারতের কৃষক আন্দোলনে এবার পাকিস্তানের তরফ থেকেও সমর্থনের হাত এগিয়ে এল, এমনটা বলাই যায়।