প্রবল চাপে পিছু হটল হোয়াটসঅ্যাপ, এখনই লাগু হচ্ছে না নতুন প্রাইভেসি পলিসি
হোয়াটসঅ্যাপের (whatsapp) নতুন প্রাইভেসি পলিসি (Privacy Policy) নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছিল। এমনকী দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলাও। কয়েক কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারীরা এই অ্যাপ ছেড়ে টেলিগ্রামের (Telehlgram) মত অ্যাপগুলি ব্যবহার করা শুরু করেছিল। এইসব পরিস্থিতি বিচার করে পিছু হঠতে বাধ্য হল ফেসবুকের (Facebook) মালিকানাধীন এই সংস্থা৷ হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে এখনই লাগু হবে না এই নিয়ম। আপাতত তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সংস্থার তরফে জানান হয় যে নয়া প্রাইভেসি পলিসি ফেব্রুয়ারীর ৮ তারিখ থেকে কার্যকর হবে৷ যদিও বলা হয় হোয়াটসঅ্যাপের এই আপডেটে ফেসবুকের সঙ্গে কোনও তথ্য শেয়ার করবেন না তারা।
“আমরা বহু মানুষের থেকে শুনছি হোয়াটসঅ্যাপের এই আপডেট নিয়ে একাধিক ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। বহু ভুয়ো তথ্যও ছড়িয়ে পড়ছে, যা চিন্তার। আমরা সবাইকে সাহায্য করতে চাই এই নয়া নীতির বিষয়ে। খুব সাধারণ ধারণা থেকে হোয়াটসঅ্যাপ তৈরি হয়েছে। বন্ধু ও পরিবারের মধ্যে যে কথা হবে তা যেন গোপন থাকে, নিজেদের মধ্যে থাকে। এর অর্থ হল আমরা সব সময় এই নীতি মেনেই চলব (end to end encryption)। ফেসবুক তো দূর, হোয়াটসঅ্যাপও এই বার্তালাপ জানবে না। সেই কারণেই কোনও লগ রাখে না সংস্থা। এমনকী লোকেশন শেয়ার করলেও তা হোয়াটসঅ্যাপ জানতে পারে না। হোয়াটসঅ্যাপের কন্টাক্ট ফেসবুকের সঙ্গেও শেয়ার করা হয় না।”
সংস্থার তরফে দাবি করা হয় যে নতুন আপডেট হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য। তবে সেই তথ্যও ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে না বলেই আশ্বাস দিয়েছেন তাঁরা৷ যদিও পরিস্থিতি বিচার করে আপাতত ফেব্রুয়ারীর ৮ তারিখ আপডেট নিয়ে আসা হচ্ছে না। হোয়াটসঅ্যাপের সুরক্ষা নিশ্চিত করে, ভ্রান্ত ধারণা দূর করে তবেই বাজারে নয়া আপডেট আনবে তাঁরা এমনটাই জানান হয়৷
হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে ঠিক কোন কোন তথ্য নেয় সংস্থা সেটির একটি চার্ট-সহ নথি শুক্রবার নিজেদের ব্লগে প্রকাশ করেছে সংস্থাটি। ফেসবুকের এক্সিকিউটিভ এবং ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি, হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে ইতিমধ্যেই এই বিষয়ে প্রচার করা শুরু করেছে। ফেসবুকের খারাপ প্রাইভেসি রেকর্ডের জের যাতে হোয়াটসঅ্যাপে না পড়ে সেই চেষ্টাই করছেন তারা।