আন্তর্জাতিকনিউজ

প্রথম করোনায় আক্রান্তের খোঁজ কোনওদিন পাওয়া যাবে না, মত হু-এর

Advertisement

প্রথম করোনা (Coronavirus) আক্রান্তের খোঁজ কোনওদিন পাওয়া যাবে না, করোনার উৎস চিনের (China) ইউহান প্রদেশে। আর সেটারই তদন্ত চালাচ্ছে, স্বাস্থ্য সংস্থার (WHO) বিশেষজ্ঞ দল। গত বৃহস্পতিবারই (Thursday) তদন্তকারী দলটি চিনে পৌঁছেছে। কিন্তু প্রথমকে করোনায় আক্রান্ত হয়েছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। আর হয়তো কোনওদিন জানা যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভন কারকোভ বলেন, “প্রথম কোন ব্যক্তির শরীরে হানা দিয়েছিল করোনা ভাইরাস, তা হয়তো কোনও দিন জানা সম্ভব হবে না।”

বিশেষজ্ঞদের মতে, ‘হু’-এর এই মন্তব্যে চিনকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। ফলে, ইউহান করোনার উৎস নয়। বরাবর এমনটাই দাবি করে এসেছে বেজিং। আর ‘হু’-এর মন্তব্যে তাতে আরও ইন্ধন জুগলো বলেই মনে করা হচ্ছে। এবার নিজেকে নির্দোষ প্রমাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকেই হাতিয়ার করবে জিনপিং প্রশাসন। প্রসঙ্গত, গোড়া থেকেই করোনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে।

পরিস্থিতি যে সত্যিই উদ্বেগজনক তা প্রমাণ করে দেশটির উত্তরের শহর শিজিয়াজুয়াংয়ে শতাধিক মানুষ সংক্রমিত হওয়ায় ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে কমিউনিস্ট দেশটি। এমনও তত্ত্ব উঠে এসেছে যে, এটা নাকি রাসায়নিক অস্ত্র। যদিও সেই তত্ত্বকে সরাসরি খারিজ করে চিন। কিন্তু তার পরেও বিষয়টি নিয়ে সন্দেহ থেকেই গিয়েছিল।

Related Articles

Back to top button