ঘুড়ি ওড়াতে গিয়ে দুর্ঘটনা! ঘুড়ির সাথে আকাশে উড়ে গেল তিন বছরের বাচ্চা, মুহূর্তে ভিডিও ভাইরাল
আমাদের দৈনন্দিন জীবনের যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কত মানুষই সেই দুর্ঘটনার শিকার হচ্ছে তা অজানা। অনেক দুর্ঘটনা অনেক মানুষের প্রাণও নিয়ে নেয়। উৎসবের সময় কোন মানুষ দুর্ঘটনার শিকার হলে তা অত্যন্ত বেদনাদায়ক হয়।
শিনচু নামক তাইওয়ান উপকূলবর্তী অঞ্চলে ঘটে যায় এরকম ঘটনা তাও আবার একটি উৎসবের দিনে। সেখানে অনুষ্ঠিত হচ্ছিল ঘুড়ি উৎসব প্রতিটা মানুষ মেতেছিল এই উৎসবের আনন্দে। ঠিক তখনি ঘটে গেল এই দুর্ঘটনা। যখন এই উৎসবে প্রত্যেকটা মানুষ মেয়েদের হয়েছে ঠিক তখন হঠাৎই চোখে পড়ে ঘুড়ির সাথে একটি তিন বছর বয়সের কন্যা আকাশে উড়ে চলে যায়। এত বেশি জোরে বাতাস প্রবাহ বলছিল যে। বাতাসের জোরে বাচ্চা মেয়েটি ১০০ ফুট ওপরে আকাশে উড়ে চলে যায়। লোকালয়ে লোকজন ভয়েভীত হয়ে যায় এই ঘটনা দেখে। ১৮ সেকেন্ড আকাশে ভেসে ছিল ওই বাচ্চা মেয়েটি তারপর কোন রকম ভাবেই শিশুটিকে উদ্ধার করা হয়। হওয়ার জোর করেই তাকে নামিয়ে নিয়ে আসা হয়। ঘুড়িটির রং ছিল কমলা এবং আকারে ছিল বৃহৎ সেই ঘুড়ির এই বাচ্চা মেয়েটির আটকে গিয়ে আকাশের উপরে ভেসে চলে যায়। সত্যিই এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল হয়ে যাচ্ছে।
An accident happened during The #Kite #Festival in #Xinchu, #Taiwan. A little girl was carried away flying into the sky. pic.twitter.com/zpJggYAZmE
— Vicky Thompson (@Chinonu) August 31, 2020
সংবাদসুত্রের মাধ্যমে জানা যায় আকাশে উড়ে যাওয়া বাচ্চাটির নাম ছিলো লিন। তবে একদিকে স্বস্তির কারণ হলো সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে বাচ্চা মেয়েটি। এই দুর্ঘটনার কারণে ঘুড়ি উৎসবে যথেষ্ট নিষেধাজ্ঞা আসে। দুর্ঘটনার শিকার বাচ্চা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়।