জীবনযাপন

ধূমপান ত্যাগ করতে চান? রান্না ঘরেই আছে আসল ওষুধ! জেনে নিন তাড়াতাড়ি

Advertisement

রান্না ঘরে, নানা রকম খাবার তৈরি করতে ব্যবহার করা হয় গোলমরিচ। কিন্তু জানেন কি আপনার মাত্রাতিরিক্ত ধূমপানের আসক্তি থেকে মুক্তি দিতে পারে রান্নার এই মশলাটি? যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন তাদের জন্য গোলমরিচ খুবই উপকারী। গোলমরিচ তেলের গন্ধ নিয়মিত নিন। অথবা যখনই ধূমপান করতে ইচ্ছা করবে তখই মুখে একটা গোলমরিচ দিয়ে রাখুন। সরাসরি ভাবে গোলমরিচ খেলেও ধূমপানের প্রতি আসক্তি অনেকটাই কমবে।

Related Articles

Back to top button