সোমবার তথা গতকাল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন বিধানসভা নির্বাচনে লড়বেন নন্দীগ্রাম থেকে। ২৪ ঘণ্টা পেরনোর আগেই তৃণমূল সুপ্রিমোর নাম দেওয়ালে লেখা শুরু হল কেন্দেমারি এবং তার আশেপাশের এলাকায়। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ইতি মধ্যে তৎপরতার সাথে শুরু হয়ে গিয়েছে কাজ।
নন্দীগ্রামের সভা থেকে সোমবার তথা গতকাল তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় বলেন,”আমি আমার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বলব নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে যেন আমার নাম টা লেখা হয়ে থাকে। আমি নন্দীগ্রামের মানুষের মাঝে থেকে তাদের জন্য কাজ করে যেতে চাই।” উপস্থিত জনগণের তথা উপস্থিত জনতার উদ্দেশে একাত্মতার বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি ভালাবাসার টানে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিলাম না।” তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণার পর গুঞ্জন শুরু হয় তার নেওয় এই সিদ্ধান্ত টিকে নিয়ে। এই সিদ্ধান্ত সঠিক নাকি না, তা নিয়ে নানা মন্তব্য করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এমন অবস্থায় সভা থেকেই প্রার্থীর নাম ঘোষণা নিয়ে তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার বক্তব্য,”তৃণমূল একটা কোম্পানি। ওরা কোনও সভা থেকে সহজেই প্রার্থীর নাম ঘোষণা করতেই পারে। কিন্তু গেরুয়া শিবির এভাবে কিছু করবেনা, তবে মাননীয়াকে নন্দীগ্রামে কম করে ৫০ হাজার ভোটে হারাব আমরা। নয় রাজনীতি ছেড়ে দেব।”
এসবের মাঝেই মঙ্গলবার দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামের কেন্দেমারি এবং তার আশেপাশের এলাকায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেওয়াল লিখন শেষও হয়েছে। বেশ কয়েকটির কাজ চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ফলত প্রার্থীর নাম ঘোষণাও হয়নি। তার আগেই নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।