রাজস্থানের পশ্চিম দিকে ১,০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে পাকিস্তানের সঙ্গে। জনবহুল এলাকা সহ সর্বত্র চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি চলছে। এছাড়া, যানবাহনগুলিতেও চলছে নজরদারী। জঙ্গীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। রাজস্থান ও গুজরাত থেকে আসা ট্রেনগুলিতেও চলছে বাড়তি চেকিং। সন্ত্রাসবাদীরা আফগান পাসপোর্ট নিয়েই ভারতে প্রবেশ করেছে বলে খবর। আর সেই কারনে জয়পুর বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। সন্দেহভাজন জঙ্গিদের স্কেচও প্রকাশ করা হয়েছে।
Related Articles
Samajik Suraksha Yojana: রাজ্য সরকারের এই প্রকল্পে অ্যাকাউন্টে আসবে ২.৫ লাখ টাকা, কারা পাবেন? রইলো বিস্তারিত
December 13, 2024
7th Pay Commission: ৫৩% DA-র পরে আরও বাড়বে কেন্দ্রীয় কর্মীদের দুটি ভাতা, কেন্দ্রীয় কর্মচারীদের ঘরে আসবে আরও টাকা
December 13, 2024