রাজ্যের ভোটার তালিকায় আছে ৩-৪ লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, নির্বাচন কমিশনকে জানানোর হুঁশিয়ারি দিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় (Sukhendusekhar Roy)। বলেছেন, "আগে খোঁজ নিয়ে তারপর কমিশনে যান।"
আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক দলগুলির। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বারংবার বাংলায় এসে রাজ্যের পরিস্থিতি তদারকি করে যাচ্ছে। এরইমধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি দাবি করেছেন যে নির্বাচনের আগে রাজ্যের পরিস্থিতি মোটেও ভালো নয়। গোটা রাজ্য জুড়ে অরাজকতা চলছে। এই নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে যাবার হুমকি দিয়েছেন। যদিওবা বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিতে ভোলেনি তৃণমূল কংগ্রেস।
আজ অর্থাৎ বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ীতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেখান থেকে বলেছেন, “এর আগে বাম আমলে এবং এখন তৃণমূলের আমলে বহু অনুপ্রবেশকারী রাজ্যে চলে এসেছে। তাদের নাম ভোটার তালিকায় রয়েছে। তাদের মধ্যে আবার অনেকে রোহিঙ্গা। কমপক্ষে ৩ থেকে ৪ লক্ষ অনুপ্রবেশকারী রাজ্যের ভোটার লিস্টে ঢুকে পড়েছে। সেই কথা বিচার করতে গেলে এখন রাজ্যের পরিস্থিতি বেশ বিপদজনক। এইজন্য রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছে। গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশকারীদের কার্যকলাপে রাজ্যে ব্যাপক অরাজকতা চলছে। রাজ্যে বাড়ছে সোনা, গরু ও ড্রাগ পাচারের মতো কার্যকলাপ।”
প্রসঙ্গত, কিছুদিন ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এরই মধ্যে দু দেশের সীমান্তে প্রচুর ঘোরাঘুরি করেছে। তিনি অভিযোগ জানিয়েছেন, দু’দেশের সীমান্তের মধ্যে ১ হাজার কিলোমিটার কোন কাঁটাতারের বেড়া নেই। ওইসব জায়গা দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে। তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তিনি কেন্দ্রকে জানিয়েছেন এবং ভবিষ্যতেও কেন্দ্রকে সব খবরা খবর দেবেন। অন্যদিকে দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি সরাসরি বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে বলেছেন, “উনি আগে ঠিকমতো খোঁজ নেওয়া শুরু করুন। তারপর নির্বাচন কমিশনে অভিযোগ করে ওই অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করবেন।”