রাজীব ঘোষ: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদাম্বরমকে সারারাত সিবিআইয়ের দফতরে রাখার পর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকেই সিবিআইয়ের অফিসাররা চিদাম্বরমকে জেরা করা শুরু করেন।আই এন এক্স মিডিয়ায় দুর্নীতির অভিযোগে চিদাম্বরমকে সিবিআই গ্রেফতার করেছে।সিবিআইয়ের ৫ নম্বর হাউসে রাখা হয়েছে চিদাম্বরমকে।রাতভর তাকে জেরা করে সিবিআই।বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের পক্ষ থেকে চিদাম্বরমকে আদালতে তোলা হতে পারে।গতকাল সিবিআই চিদাম্বরমকে গ্রেফতার করে রাত ১০ টা নাগাদ দফতরে নিয়ে আসে।তারপর থেকে জেরা শুরু হয়।সম্প্রতি আই এন এক্সের কর্নধার ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে চিদাম্বরমের বৈঠকের ব্যাপারে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চলেছে।চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের নামে বিদেশে প্রচুর পরিমানে সম্পত্তি রয়েছে।স্পেনে টেনিস ক্লাব,ব্রিটেনে বহু মূল্যবান কটেজ থেকে শুরু করে বিভিন্ন সম্পত্তি রয়েছে চিদাম্বরমের।
বৃহস্পতিবার সকালে চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছেন।সিবিআই সূত্রে খবর, তাকে জেরা করা হতে পারে।তবে সিবিআইয়ের ডাকে কার্তি চিদাম্বরম এসেছেন কিনা সেই বিষয়ে পরিস্কারভাবে কিছু জানা যায়নি।দীর্ঘ ২৭ ঘন্টা বেপাত্তা থাকার পর সিবিআইয়ের অফিসাররা গতকাল রাতে বাড়ির মধ্যে গিয়ে চিদাম্বরমকে গ্রেফতার করে।আই এন এক্স দুর্নীতি মামলায় চিদাম্বরমকে গ্রেফতার করার চেষ্টা করছিল সিবিআই।কংগ্রেসের দফতরে সাংবাদিক বৈঠক করে নিজের পক্ষে বক্তব্য জানানোর পর বাড়ি পৌঁছে যেতেই চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই।আজ আদালতে তুলে ১৪ দিনের সিবিআই হেফাজতে চিদাম্বরমকে রাখার আবেদন জানাতে চলেছে সিবিআই।