নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা ছাড়ার আগেই বাংলার পুলিশের উপরমহলে রদবদল করল রাজ্য প্রশাসন। রাঢ় বাংলার দুই জেলা পুরুলিয়া এবং বীরভূমের পুলিশ সুপারকে বদলি করা হল নবান্নের পক্ষ থেকে। এই নিয়ে সম্প্রতি জারি করা হয়েছে নির্দেশিকা। এইবার বিধানসভা ভোট হিংসামুক্ত রাখতে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। মধ্য কলকাতায় পাঁচ তারা হোটেলে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সাথে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বুঝিয়ে দেন, প্রয়োজনে নিয়ম মেনে বদলি করতে হবে আইপিএস এবং আইএএস অফিসারদের।
তার পরই নবান্নের পক্ষ থেকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোটের ঠিক আগে এই রদ বদল অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন এস সেলভামুরুগান। তার বদলে সেখানে আসতে চলেছেন বিশ্বজিৎ মাহাতো। বর্তমানে আসানসোল-দুর্গাপুরের কমিওনারেটের পশ্চিম জোনের ডিসি পদে রয়েছেন বিশ্বজিৎ মাহাতো। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল আইপিএস মিরাজ খালিদকে করা হয়েছে বীরভূমের পুলিশ সুপার। সেই পদ থেকে সরিয়ে শ্যাম সিংকে আনা হয়েছে রাজ্য পুলিশের ট্রাফিকের (সদর) এসপি করা হয়েছে।
ভোটের আগে এটিকে রুটিন বদলি বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে পুরুলিয়ার বর্তমান সুপারের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। কয়লা পাচার কাণ্ডেও তাঁর যোগ থাকতে পারে বলে অভিযোগ উঠছে। তাই পুরুলিয়া তৃণমূল জেলা নেতৃত্ব নির্বাচনের আগে বিতর্ক এড়াতে সেলভামুরুগানকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে বলে খবর। তাঁদের দাবি, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বচ্ছ ভাবমূর্তির কোনও অফিসারকে জেলায় আনা হোক। মুখ্যমন্ত্রীর আগের জেলা সফরেও এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল।