আন্তর্জাতিকদেশনিউজপলিটিক্স

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান বাইডেন, তবুও প্রশাসনিক দল থেকে বাদ দিলেন আরএসএসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের

Advertisement

ওয়াশিংটন ডিসি: গত বুধবারই (Wednesday) আমেরিকার (America) নবতম প্রেসিডেন্ট (Precident)হিসেবে শপথ গ্রহণ করেছেন জো বাইডেন (Joe Biden)। ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন কমলা হ্যারিস (Kamala Haris)। গত এক দশকে প্রথম বার মার্কিন মুলুকে সেনেট এর অধিকার পেয়েছে ডেমোক্র্যাট। শপথ গ্রহণের পদ্ধতিতেও বদল এনেছেন অনেক। আগে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য যে আসনের টিকিট বিক্রি হত, সেখানে এবার ছিল অসংখ্য মার্কিন মুলুকের পতাকা। শপথ গ্রহণের পর নিজের প্রথম প্রশাসনিক বৈঠকে বাইডেন জানিয়েছিলেন আমেরিকা ও ভারতের সু-সম্পর্ক বজায় থাকার কথা।

বাইডেন তাঁর নীতি নির্ধারক কমিটিতে ভারতীয় বংশোদ্ভূত ২০ জন মার্কিনিকে জায়গা দিয়েছেন। বাজেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নীরা ট্যান্ডন, ফার্স্ট লেডির নীতি উপদেষ্টা হয়েছেন মালা আদিগা, সাব্রিনা সিং ফার্স্ট লেডির মিডিয়া উপদেষ্টা, আয়েশা শাহ পেয়েছেন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ব্রিফিং-এর দায়িত্ব, সামিরা ফজলি প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা, অর্থনৈতিক বিষয়ক আরেক উপদেষ্টা ভারত রামমূর্তি, প্রেসিডেন্টের জন্য কর্মী নিয়োগ করবেন গৌতম রাঘবন, রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল , পরিবেশ বিষয়ক সিনিয়র উপদেষ্টা সোনিয়া আগরওয়াল, করোনা মোকাবিলা দলের অন্যতম সদস্য বিদুর শর্মা।

এমনকী, শপথ গ্রহের পর প্রেসিডেন্ট বাইডেন যে ভাষণটি দিয়েছেন, তাও যিনি লিখেছেন তিনি হলেন এক ভারতীয়-মার্কিনি, বিনয় রেড্ডি। কিন্তু এর পাশাপাশি এও জানা গেছে RSS (ভারতে বিজেপি)এর সঙ্গে কোনোভাবে যোগাযোগ থাকা কোন ব্যক্তি-মহিলাকে জায়গা দেওয়া হয়নি ওই দলে। ক্ষমতায় এসে নতুন ভাবে নিজের প্রশাসনিক দল গঠন করেছেন বাইডেন।

নতুন দলে প্রায় ২০ভারতীয় বংশোদ্ভূত মার্কিনের নাম আছে বলে জানাগিয়েছে। তবে সেই তালিকা থেকে বাদ গেছেন সোনাল সাহ। সোনাল বারাক ওবামার প্রশাসনিক দলে থাকলেও বাদ গেছেন বাইডেনের দল থেকে। RSS দ্বারা চালিত ‘একাল বিদ্যালয়’ এর প্রতিষ্ঠাতা ছিলেন সোনাল এর পিতা।

সোনাল নিজেও একসময় যুক্ত ছিলেন এর সঙ্গে। অন্যদিকে গত তালিকা থেকে বাদ পড়েছে অমিত জানি। এর আগে বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচার করেছেন অমিত। কিন্তু তাঁর সাথে RSS যোগের কারণে,এবং তাঁর পরিবারের ভারতে বিজেপি যোগের কারণে দলে রাখছেন না তিনি।

Related Articles

Back to top button