দেশনিউজ

কৃষক নেতাদের বিরুদ্ধে খুনের ছক! অভিযোগ তুললেন বিক্ষোভকারী কৃষকরা

Advertisement

নয়াদিল্লি: কৃষক নেতাদের (Farmers) খুনের (Murder) ছক! কিছুদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (CBI) দিয়ে কৃষকদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। এবার বিক্ষোভকারীরা কৃষক নেতাদের খুনের ছক কষা হচ্ছে বলে অভিযোগ তুললেন। তাঁদের অভিযোগ, হরিয়ানার (Hariana) পুলিশ আধিকারিক এই ছক কষছেন। যদিও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ অস্বীকার করেছে।

গত শুক্রবার রাতে কৃষকরা সাংবাদিক সম্মেলনে করেন। সেখানে তাঁরা মাস্কে মুখ ঢাকা এক যুবককে হাজির করেন। অভিযোগ করেন, চার কৃষক নেতাকে খুন করতে দু’টি দলকে নিয়োগ করা হয়েছে। আর তারা ওই দলেরই এক সদস্যকে শনাক্ত করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ২৬ জানুয়ারির কৃষক প্যারেড ভেস্তে দেওয়ার উদ্দেশ্যেই এই ছক কষা হয়েছে।

প্রসঙ্গত, কৃষি আইন নিয়ে ১১ দফা বৈঠকেও অধরা সমাধানসূত্র। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অব্যাহত বিক্ষোভ। এরই মাঝে সিংঘু সীমানায় এক সাংবাদিক সম্মেলনে মাস্কে মুখ ঢাকা এক অভিযুক্তকে প্রকাশ্যে আনা হয়। প্রকাশ্যেই ওই অভিযুক্ত বলেন, কৃষক নেতাদের ওপর হামলা করতে তাদের নিয়োগ করা হয়েছে। এ ধরনের দুটি দল রয়েছে। একদল মিশে রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও রয়েছে। অন্য দলের সদস্যরা পুলিশ আধিকারিক সেজে কার্যসিদ্ধি করতে চাইছে। সুতরাং সব মিলিয়ে আন্দোলনকারী কৃষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, এমনটা বলাই যায়।

Related Articles

Back to top button