ক্রিকেটখেলানিউজ

নির্বাসন কাটিয়ে ফিরেছেন শাকিব, ব্যাট হাতে ধরেই গড়লেন নতুন রেকর্ড

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ: নির্বাসন কাটিয়েই নতুন রেকর্ডের মালিক, শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আজ, সোমবার (Monday) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলেই এই রেকর্ড করেন তিনি। কিন্তু কী সেই রেকর্ড? রেকর্ডটি হল, শাকিবই বিশ্বের একমাত্র ক্রিকেটার (Cricketer), যিনি একই দেশের মাটিতে ৬০০০ রান এবং ৩০০টি উইকেট নিয়েছেন।

আর সেই রেকর্ড তিনি করেছেন তাঁর নিজের দেশ বাংলাদেশের মাটিতে। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে বর্তমানে  এই অলরাউন্ডারের সংগ্রহ ৬০০০ রান। আর উইকেট ৩০০র বেশি। উল্লেখ্য ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে তাতে সাড়া দেননি তিনি, কিন্তু সে ঘটনার কথা বোর্ডকে না জানানোয় কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছিল শাকিবকে। সমস্ত রকমের ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল তাঁকে।

আর এক বছর পর ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তেই নতুন রেকর্ডের মালিক হলেন সাকিব।

Related Articles

Back to top button