বাম কংগ্রেসের জোট এর সঙ্গে এবার যুক্ত হতে চলেছে আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) নতুন দল? গত কয়েকদিন ধরে বাম নেতাদের সঙ্গে একাধিক বৈঠক সেরে ফেলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা। মনে করা হচ্ছে, তিনি বাম নেতৃত্বের সঙ্গে জোট এর বিষয় নিয়ে আলোচনা করছেন। সিপিএম পলিটব্যুরো সদস্য মোঃ সেলিম (Md.Selim) জানিয়ে দিয়েছেন, নতুন দল ঘোষণা করেছেন আব্বাস সিদ্দিকী। আমরা আমাদের কর্মসূচি দেখছি এবং তার ভিত্তিতে আলাপ আলোচনা করছি।
বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে বর্তমানে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। আব্বাসের এই নতুন দল ঘোষণার পরে বেশ কিছু সমীকরণ পরিবর্তন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সংখ্যালঘু এলাকার সভা থেকে আদিবাসী দলিল এবং মুসলিমদের নিয়ে ফ্রন্ট তৈরি করার কথা ভাবছিলেন আব্বাস সিদ্দিকী বেশ কিছুদিন ধরে। গত ২১ জানুয়ারি তিনি ঘোষণা করে দিলেন তার নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইতিমধ্যেই তার সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)।
অন্যদিকে আব্বাস সিদ্দিকী আবার বাম এবং কংগ্রেসের জন্য জোটের দরজা খোলা রেখেছেন। সূত্রের খবর, সংখ্যালঘু মহলে আব্বাস সিদ্দিকী জনপ্রিয়তা আঁচ করে তাকে ধর্মনিরপেক্ষ জোটে নিতে উৎসাহী হয়েছে বাম এবং কংগ্রেস। বেশ কয়েকবার ফুরফুরা শরীফের পীরজাদা সঙ্গে বৈঠক করেছেন বাম নেতৃত্ব। তারমধ্যে জোটে থাকে শামিল করা হলে সংখ্যালঘু ভোট আবার বামেদের দিকে ফিরে আসতে পারে বলে ধারণা নেতৃত্বের। তবে বাম নেতৃত্তের কড়া বার্তা এই জোটে কিন্তু মীমকে রাখা যাবে না। হায়দ্রাবাদের দল মিমের বিরুদ্ধে একাধিক বার সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। এই কারণেই বারংবার আসাদউদ্দিন ওয়াইসির থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে বাম নেতৃত্ব।