হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটানোর কথা বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল। বারে বারে সোমবার দিন একেবারে দিনক্ষণ ঠিক করে দিবেন সদ্য বিজেপিতে যুক্ত নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তিনি বলেছেন, মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাবো।
বিজেপিতে যোগ দেবার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুভেন্দু কে উদ্দেশ্য করে কটাক্ষ করেছিলেন,” শুভেন্দুর পরিবারের লোক তো এখনো তৃণমূলে।” আর এবারে সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি বলছেন, এখনো তো বাসন্তী পুজো টা আসেনি, রামনবমী আসেনি। রামনবমী আসতে দিন আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ঢুকিয়ে পদ্ম ফুটে আসবো। তারপর সৌমেন্দু অধিকারীর যোগ দিলেন বিজেপিতে। পাশাপাশি জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে সম্প্রতি শিশির অধিকারী কে। এবারে হয়তো তারাও দলবদল করতে চলেছেন। সেরকম ইঙ্গিতে দিন দিয়ে দিলেন স্পষ্টভাবে অধিকারী পুত্র শুভেন্দু অধিকারী।
তমলুকে ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারী বললেন,” মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ২৪ এপ্রিল রামনবমীর আগে বাকি সব পদ্ম ফুটে যাবে। আর ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাবো।” এবার প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির কেউ কি এবারে বিজেপিতে যোগ দিতে চলেছেন? যদিও এই ব্যাপারটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartik Banerjee) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মুখে দেশ দশের কথা বলবো আর সুযোগ-সুবিধা দেবো নিজের পরিবারকে। এটাই কি এখন ভারতের রাজনীতি। প্রশ্ন উঠেছে তিনিওকি এখন বিজেপিতে?
এই প্রশ্নের উত্তরে কার্তিক বাবু বললেন,” আগামী দিনে কি হবে সেটা কেউ বলতে পারে না। কালকে কি করবো আমি নিজেও জানিনা। তাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, মুখ্যমন্ত্রীর ভাই এবারে বিজেপিতে যোগদান করতে চলেছেন। খানিকটা এইরকম ইঙ্গিত আজ দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।