Today Trending Newsনিউজরাজ্য

বিধানসভার সামনে শিক্ষকদের বিক্ষোভ, বন্ধ গেটে চড়ে বসলেন বিক্ষোভকারীরা

হঠাৎই সংগঠনের পতাকা বার করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ৫০ জন মহিলা। কয়েকজন গেট বেয়ে উপরে উঠে পড়েন। উত্তাল বিধানসভা চত্বর। 

Advertisement

অধিবেশনের প্রথম দিনে শিক্ষকদের বিক্ষোভে উত্তাল হতে দেখা গেল বিধানসভা চত্বরকে। বুধবার প্রায় ৫০ জন মহিলা বিধানসভার উত্তর দিকে ভিভিআইপি গেটের সামনে দেখাতে থাকেন বিক্ষোভ। কয়েকজন উঠে বসেন গেটের ওপরে। পর্যাপ্ত মহিলা কর্মী না থাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে আগে বেগ পেতে হয় পুলিশকে। দীর্ঘ সময়ের বিশৃঙ্খলার পরে অবশেষে বাড়তি পুলিশ এসে পরিস্থিতি আনেন নিয়ন্ত্রণে।

শিক্ষক ঐক্য মঞ্চ নামে এক সংগঠনের সদস্যরা পৌঁছে যান বুধবার তথা আজ ১১ টার কিছু পরে বিধানসভার ভিভিআইপি গেটের সামনে। বিক্ষোভকারীদের নিয়ে কোনও খবরই ছিলনা পুলিশের কাছে। হঠাৎই সংগঠনের পতাকা বার করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ৫০ জন মহিলা। কয়েকজন গেট বেয়ে উঠে যান উপরে।

বিধানসভায় মোতায়েন মহিলা পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ হন। তার পড়ে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। কলকাতা পুলিশের তরফ থেকে পাঠানো হয় বাড়তি পুলিশ বাহিনী। তার পড়ে টেনে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলেন পুলিশ। দীর্ঘ ক্ষণের চেষ্টায় নামানো হয় গেটে চড়ে বসা মহিলাদের।

ঘটনায় বিধানসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বুধবার বেলা ১টা থেকে শুরু হওয়ার কথা পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে ভিভিআইপি গেট দিয়ে ভিতরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির। সেই গেটেই কী করে এতজন বিক্ষোভকারী পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশ ও তাদের গোয়েন্দা বিভাগ কী করছিল, প্রশ্ন থাকছে তা নিয়েও।

Related Articles

Back to top button