আবারও অসুস্থ হয়ে পড়লেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল আবার ও তাকে। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েকে। সৌরভের পরিবার সূত্রে জানা গিয়েছে যে, মঙ্গলবার তথা গতকাল রাত থেকেই বুকে ব্যাথা অনুভব করেন বিসিসিআই এর প্রেসিডেন্ট। বুধবার তথা আজ দুপুরে আচমকাই অসুস্থ বোধ করেন সৌরভ। ঝুঁকি এড়াতে তাকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে জানা গিয়েছে যে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গত মঙ্গলবার রাত থেকে বুকে ব্যাথা এবংসাথে অস্বস্তি বোধ করছেন মহারাজ। বুধবার তথা আজ দুপুরে ব্যথা বড়লে চিকিৎসকের সাথে যোগাযোগ করা হয় পরিবার পক্ষ থেকে। এর পর ঝুঁকি এড়িয়ে যেতে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন চিকিৎসকরা।
মহারাজের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে অমিত শাহ কৈলাস বিজয়বর্গীয় সাথে ফোন করে যোগাযোগ করেন। তিনি সৌরভের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। আসলে দাদার অসুস্থতার খবর পেয়ে পশ্চিমবঙ্গের গেরুয়া শিবির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে সঙ্গে তার খোঁজ নেয়। তিনি বলেছেন, “অমিতজি নিজে আমার সাথে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলীর চিকিৎসা নিয়ে। চিকিৎসা নিয়ে সৌরভ গাঙ্গুলীকে দিল্লী বা মুম্বাই আনার প্রয়োজন হলে তিনি সাহায্য করবেন বলে জানিয়ে দিয়েছেন।” এছাড়াও টুইট করে কৈলাস বিজয়বর্গীয় সৌরভ গঙ্গুলি দ্রুত আরোগ্য কামনা করেছেন।
श्री सौरभ गांगुली जी के फिर से अस्वस्थ होने की सूचना चिंताजनक है। जानकारी के मुताबिक उनके सीने में दर्द हुआ है। ईश्वर से कामना है कि वे जल्द स्वस्थ हों और भारतीय क्रिकेट को ऊंचाई पर ले जाएं।
— Kailash Vijayvargiya (Modi Ka Parivar) (@KailashOnline) January 27, 2021
সৌরভ গাঙ্গুলীকে অ্যাপোলোতে ভর্তি করার পর চারজনের চিকিৎসকের টিম তার শুশ্রূষা জন্য কাজে লেগে পরে। সেই টিমে ছিল দাদার পারিবারিক চিকিৎসক আফতাব খান। এছাড়া আছেন, সপ্তসি বসু, সৌপ্তিক পান্ডা, সরোজ মন্ডল প্রমুখরা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার ইকোকার্ডিওগ্রাম ইসিজি রিপোর্ট সমস্যা দেখা গিয়েছে। এই কারণে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।