নিউজপলিটিক্সরাজ্য

তবে কি বিজেপিতে প্রবীর ঘোষাল? কোন্নগরে বিধায়কের ‘দাদার অনুগামী’ পোস্টারকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

প্রবীর ঘোষালের (Prabir Ghosal) 'দাদার অনুগামী' পোস্টার নিয়ে জল্পনা তবে তুঙ্গে, তবে কি এইবার তিনি শুভেন্দুর(Suvendu Adhikari) সাথে বিজেপিতে? 

Advertisement

হাত জোড় করা প্রবীর ঘোষালের ছবি। আর ‘দাদার অনুগামী’ তার নীচে লেখা। ছবির পিছলের রঙ গেরুয়া। এবার এমনই পোস্টার পড়ল হুগলির কোন্নগরে। এই পোস্টারের ছবি সামনে আসতেই জোর চাঞ্চল্য দেখা দিয়েছে জেলা রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সম্বলিত শ্রমিক মেলার পোস্টারের পাশেই দেখা গিয়েছে ‘দাদার অনুগামী’ প্রবীর ঘোষালের পোস্টার।

প্রসঙ্গত উল্লেখ্য, আগের ২৬ এ জানুয়ারি সাংবাদিক বৈঠকে ‘দলের অসুখ’ নিয়ে মুখ খোলেন বিধায়ক প্রবীর ঘোষাল। পদত্যাগ করেন তিনি দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে। সাংবাদিক বৈঠক ডেকে কোর কমিটির সদস্য পদ ও জেলা মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন প্রবীর ঘোষাল। যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। তবে সাংবাদিক বৈঠক ডেকে দলের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগের পরই তাকে শোকজ করে শাসক শিবির।

এই মুহূর্তে দলের একজন সাধারণ কর্মী হিসেবে শাসক শিবিরেই আছেন প্রবীর ঘোষাল। এইবার সেই প্রবীর ঘোষালের নামেই ‘দাদার অনুগামী’ পোস্টার পড়তে দেখা গেল কোন্নগরে। আর তাতেই উস্কে গিয়েছে জল্পনা। এই বার কি তবে শাসক শিবিরে ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দতে চলেছেন উত্তরপাড়ার বিধায়ক। দীর্ঘ দিনের ধরেই ‘বেসুরো’ বিধায়ক। তার পর আবার ‘গেরুয়া’ পোস্টার। সব মিলিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, এর আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ক্ষেত্রেও এরকমভাবেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার। জল্পনাকে সত্যি করে তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু। শুধু শুভেন্দু নয়, ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার পড়েছে মন্ত্রিত্বত্যাগী বিধায়ক রাজীব ব্যানার্জির (Rajib Banerjee) নামেও। ফলে রাজীব ব্যানার্জিকে নিয়েও চলছে জল্পনা। সেই তালিকায় এবার নয়া সংযোজন প্রবীর ঘোষাল (Prabir Ghosal)।

Related Articles

Back to top button