সৌরভের বুকে বসল আরও দুটি স্টেন্ট, বিকেলে মহারাজকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হার্টে বসেছে দুটো স্টেন্ট। আজ, বৃহস্পতিবার (Thursday) এমন কথাই জানালেন অ্যাপোলো (Apollo) হাসপাতালের চিকিৎসক সরোজ মণ্ডল (Saroj Mandol)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) আজ বিকেলে তাঁকে দেখতে যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভ আপাতত সুস্থ আছেন।
আজ হাসপাতাল থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বললেন, “চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। সৌরভের অপারেশন যথেষ্ট সফল। আমি চাইব ও দ্রুত সুস্থ হয়ে উঠুক।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের গতকাল দুপুরবেলা আচমকাই ফের বুকে ব্যথা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করানোর একটা সম্ভাবনা রয়েছে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন যে তাঁর হৃদযন্ত্রে বাকি দুটো স্টেন্ট বসানো হবে কি না।
ওই চিকিৎসক আরও বললেন, “গতকাল রাতে ভালোই ঘুমিয়েছেন সৌরভ। সকালবেলা হালকা জলখাবারও খেয়েছেন। আজ (বৃহস্পতিবার) সৌরভের বেশ কয়েকটা টেস্ট করানো হবে। এরপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা হবে।”
দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিও আজ সন্ধ্যের মধ্যে কলকাতায় পা রাখবেন বলে আশা করা হচ্ছে। তিনি সব রিপোর্ট দেখার পরেই সৌরভের পরবর্তী চিকিৎসার ব্যাপারে বৈঠকে বসবে মেডিকেল বোর্ড।
ওই চিকিৎসকের কথায়, “একবার মেডিকেল রিপোর্ট হাতে এলেই আমরা সিদ্ধান্ত নিতে পারব যে সৌরভের ধমনীতে ব্লক ছাড়াতে স্টেন্ট বসানোর দরকার আছে নাকি নেই।” পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ সকালেই সৌরভকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রবীন CPI(M) নেতা অশোক ভট্টাচার্যও আজ সকালবেলা হাসপাতালে গিয়েছিলেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আজ বিকেলেই দুটো স্টেন্ট বসানো হয়েছে। দেবী শেঠি এবং অশ্বিন মেহতার উপস্থিতিতেই এই স্টেন্ট বসানো হয়েছে। আপাতত সৌরভকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।