শহর কলকাতায় পুরভোটের নির্দেশ অনেকটা আগেই দেওয়া হয়ে গিয়েছিল। এই বার কলকাতার পাশাপাশি রাজ্যের যে সমস্ত স্থানে পুর ভোট বাকি, সেই সমস্ত জায়গায় নির্বাচনের জন্য প্রস্তুতির সমস্ত কাজ শেষ করে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের ১১২ টি পুরসভা নির্বাচনের সমস্ত কাজ খুব শীঘ্রই শেষ করতে হবে বলে এইদিন নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। পুর নির্বাচন নিয়ে হাই কোর্টে মোট দুই টি মামলা করা হয়েছিল। এই দিন সেই মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানির পর অবিলম্বে ভোটের প্রস্তুতি নিতে হবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে আদালতের বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে।
২০১৮ সালের ১০ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে হাওড়া পুরসভার মেয়াদ। অনেক দিন আগেই দায়িত্বে বসেছেন প্রশাসক। তার পরবর্তীতে রাজ্যের ১১১ টি পুরসভার ও মেয়াদ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই সমস্ত কথা মাথায় রয়েছে প্রশাসকের। সেই কারণে ব্যাহত হচ্ছে অনেক কাজই। সেই কারণে এই বার শীঘ্রই নির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে একটি মকামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় বেড়িয়েছে ইতিমধ্যে। সেই মামলার রায়ের নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মোহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ হতে এমন কথাই জানানো হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, খুব শীঘ্রই হতে চলেছে বিধানসভা ভোট। অন্যদিকে পুর ভোট ও আটকে আছে বহুদিন। সেই বিষয়ে এই দিন রায় দিয়ে দিল হাই কোর্ট। অন্যদিকে জানা গিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভা ভোট করিয়ে নিতে চায় নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রচার শুরু করেছে দলগুলিও। এক কথায় বললে ভোটের মরশুমে বেশ অনেকটাই উত্তপ্ত বাংলা।