Today Trending Newsদেশনিউজ

বিস্ফোরণের পেছনে ২৯-২৯ যোগ? তদন্তে এনআইএ

Advertisement

নয়াদিল্লি: প্রজাতন্ত্রদিবসের (Republic Day) দিন রাজপথের রণক্ষেত্রের চেহারা দেখেছিল রাজধানী দিল্লি (Delhi)। আর তার ৩ দিনের মধ্যেই গতকাল শুক্রবার বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইজরায়েলি দূতাবাসের সামনে (Israel Embassy)। এই হামলায় ৪-৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার বিকেল ৫টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও হাতহতের কোনও খবর মেলেনি।

দিল্লি পুলিশের বিশেষ ব্রাঞ্চ, এনআইএ-সহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়েছে। গোটা ইজরায়েলি দূতাবাস চত্বর কড়া নিরাপত্তার ঘেরাটোপে আনা হয়েছে। জানা গিয়েছে, যে বিস্ফোরণটি হয়েছে সেটা খুব একটা শক্তিশালী ছিল না।

এই ভয়াবহ বিস্ফোরণের পিছনে কি অন্য কোনও বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল? কারণ, এই বিস্ফোরণের নেপথ্যে একটি ২৯-২৯ যোগ সামনে এসেছে। গতকাল ইজরায়েল ও ভারতের কূটনৈতিক বন্ধুত্ব ২৯ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও উপস্থিত থাকার কথা ছিল। ঘটনাচক্রে গতকালের তারিখও ২৯ জানুয়ারি। ফলে এই ২৯-২৯ যোগ ভাবাচ্ছে তদন্তকারীদের।

প্রসঙ্গত এদিন দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ ছিল। যাতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই বিস্ফোরণে কাঁপল দিল্লি। ঘটনাস্থল থেকে দু’-তিন কিলোমিটারের মধ্যেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমনকি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ভবনের দূরত্ব ঘটনাস্থল থেকে বেশি নয়। তাই এর পেছনে কোনও বড়সড় যোগসাজশ আছে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button