কলকাতানিউজ

দমদম ক্যান্টনমেন্টে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একশোটিরও বেশি দোকান

Advertisement

দমদম: ভয়াবহ অগ্নিকাণ্ড দমদম ক্যান্টনমেন্টে (Dumdum Cantonment), ফের একবার আগুনের বিধ্বংসী গ্রাসে পুড়ে গেল ১০০ এর বেশি দোকান। ঘটনাটি ঘটেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন একটি বাজার। গতকাল, (Friday) গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত গভীর হওয়ায় প্রথমে বিষয়টি বুঝতে পারেনি কেউ। রাতের হাওয়ায় তড়াতাড়ি ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়দের নজরে আসার আগে আগুন ছড়িয়ে পড়ে অনেক দূর।

যতক্ষনে এলাকাবাসীর নজরে আসে ঘটনাটি ততক্ষনে পুড়ে গিয়েছে ১০০ টি দোকান। স্থানীয়দের খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন। দমদম ক্যান্টনমে ন্টস্টেশন সংলগ্ন একটি বাজার ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে আগুন বেশ দ্রুত ভাবে ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুনের গ্রাসে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েহে এলাকা বাসী এবং দোকান দারেরা।

তবে এখনও কি কারণে এই অগ্নিকান্ড তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না কেউ, এলাকাবাসী থেকে দমকল কর্মী কেউই এখনও বুঝতে পারছেন না এই ভয়াবহ অগ্নিকান্ডের আসল কারন। গত কয়েকদিনে পরপর বেশ কয়েকটি জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কলকাতা জুড়ে।

একেরপর এক অগ্নিকান্ডে পুড়ে গেছে এলাকার ঝুপড়ি থেকে দোকান। এবার সেই অগ্নিকান্ডের জের ছড়িয়ে পড়লো দমদম এলাকায়। এমনিতেই করোনা কালের জন্যই দীর্ঘদিন দোকান-পাট বন্ধ ছিল। সেখানে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। দোকানিরা দীর্ঘদিন পড়ে যদিও রোজগার-পাতি করছিলেন এবার তার মধ্যে এই ভয়াবহ অগ্নিকান্ডের জেরে আবার একবার ক্ষতিগ্রস্ত হল তাদের পরিস্থিতির। এই ব্যাপক ক্ষয়ক্ষতি কীভাবে সামলাবেন তা ভেবে পাচ্ছেন না কেউই।

Related Articles

Back to top button