দেশনিউজ

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর, ডেবিট কার্ড ছাড়াই এবার তুলতে পারবেন টাকা

Advertisement

অবিশ্বাস্য মনে হলেও এমনই সুবিধা চালু হচ্ছে SBI গ্রাহকদের জন্য! ডেবিট কার্ড ছাড়াই এখন ATM থেকে টাকা তোলার ব্যবস্থা কার্যকর করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এ বিষয়ে স্টেট ব্যাঙ্কের (SBI) পক্ষ থেকে জানানো হয়েছে যে, ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সুবিধা পেতে হলে SBI Yono অ্যাপের ব্যবহার করা জরুরি। যে সকল গ্রাহকের কাছে SBI Yono অ্যাপ রয়েছে, তাঁরাই ডেবিট কার্ড ছাড়া ATM থেকে টাকা তুলতে পারবেন।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, একাধিক ভেরিফিকেশন পর্যায় পেরিয়ে SBI Yono অ্যাপের সাহায্যে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড ক্লোনিং বা স্কিমিং-এর মতো জালিয়াতির ঝুঁকি থাকছে না। ফলে ATM থেকে লেনদেন আরও নিরাপদ হবে SBI গ্রাহকদের জন্য। গ্রাহকদের ATM লেনদেনের আরও সুরক্ষিত করতে এই Yono ক্যাশ ব্যবস্থা শুরু করেছে SBI। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, SBI-এর Yono অ্যাপ ব্যবহার করে দেশের ১৬,৫০০টি ATM থেকে এখন নিরাপদে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

দেশের বিভিন্ন শহরের যে ১৬,৫০০টি ATM থেকে Yono অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা নিরাপদে টাকা তুলতে পারবেন, সেগুলিকে বলা হচ্ছে Yono Cash Point। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, Yono Cash-এর সাহায্যে টাকা তুলতে গ্রাহককে ২ বার ভেরিফিকেশন পর্বের মধ্যে দিয়ে যেতে হবে। SBI Yono অ্যাপের সাহায্যে ATM থেকে টাকা তোলার আগেই আর্থিক লেনদেনের জন্য ৬ অঙ্কের Yono Cash পিন নম্বর জেনারেট করে নিতে হবে। এর পর গ্রাহকদের ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বরে SMS করে আরও একটি ৬ অঙ্কের রেফারেন্স নম্বর পাঠানো হবে।

গ্রাহকের মোবাইলে আসা রেফারেন্স নম্বর এবং পিন নম্বর ৩০ মিনিটের মধ্যে ব্যবহার করে নিকটবর্তী Yono ক্যাশ পয়েন্টে গিয়ে টাকা তোলা যাবে ডেবিট কার্ড ছাড়াই। অর্থাৎ, এ ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটাই অ্যাপ ইনস্টল করে, ৬ অঙ্কের পিন নম্বর জেনারেট করার পর SMS মারফৎ পাওয়া ৬ অঙ্কের রেফারেন্স নম্বর ব্যবহারের মাধ্যমে করা যাবে।

Related Articles

Back to top button