নিউজপলিটিক্সরাজ্য

বিজেপিতে যোগদান করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, আগামীকাল হবে মেগা যোগদান মেলা

রুদ্রনীলের সঙ্গে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), রথীন চক্রবর্তী।

Advertisement

রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দলবদল এর পালা। কিছুদিন আগেই তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে গেলেন পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তার যোগদানের পরেই মনে হচ্ছিল আরও অনেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন। দিন কয়েক আগে থেকে বেসুরো হতে শুরু করেন তৃণমূল নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দিন কয়েক আগে থেকে মনে হচ্ছিল তিনি বিজেপিতে যোগদান করবেন। আর এবারে সেই জল্পনা সত্যি প্রমাণ করে শনিবার আনুষ্ঠানিকভাবে রুদ্রনীল ঘোষ গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) এর বাংলায় আসার কথা ছিল আগামীকাল অর্থাৎ রবিবার। কিন্তু দিল্লির ইজরায়েল দূতাবাসে আইইডি বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ২ দিনের বাংলা সফর বাতিল করতে বাধ্য হন। তবে, বিজেপি সূত্রে জানানো হয় যোগদান হবে, এবং তা হবে একেবারে পরিকল্পনামাফিক ভাবেই। সেইমতো, আজকে নেওয়া হলো চূড়ান্ত প্রস্তুতি।

চার্টার্ড ফ্লাইটে করে দিল্লিতে পৌঁছালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের সঙ্গে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), রথীন চক্রবর্তী। কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya), এবং মুকুল রায় (Mukul Roy) এর সঙ্গে দিল্লি পৌঁছালেন রাজিব, বৈশালী, রুদ্রনীল, প্রবীর এবং রথীন। সেখানে গিয়ে অমিত শাহের বাড়িতে তার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। সাথে ছিলেন রানাঘাটের পার্থসারথি চট্টোপাধ্যায়।

বিজেপির সদস্য পদ গ্রহণের পর অভিনেতা রুদ্রনীল ঘোষ বাংলার হয়ে কাজ করার আহ্বান জানালেন। জানা যাচ্ছে অমিতের সঙ্গে সাক্ষাতের পর রাতের মধ্যেই তারা আবার কলকাতা ফিরতে চলেছেন। রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য নেতারা জানাচ্ছেন, আগামীকাল হাওড়া সভাতে হতে চলেছে মেগা যোগদান। সেই সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন এটাই দেখার, আগামীকালের সভা থেকে আর কে কে বিজেপিতে যোগদান করতে চলেছেন।

Related Articles

Back to top button