নিউজপলিটিক্সরাজ্য

“প্রার্থী” মমতার নির্বাচনী রণকৌশল! নন্দীগ্রামের গণবিবাহের নবদম্পতিদের উপহার দিলেন তিনি

মমতা নন্দীগ্রামের গণবিবাহের নবদম্পতিদের বেনারসি ও হাতঘড়ি উপহার দিয়েছেন

Advertisement

একুশে নির্বাচনের আগে রাজ্যের সবকটি রাজনৈতিক দল ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। তারমধ্যে শাসকদলের পাখির চোখ নন্দীগ্রাম। কারণ তৃণমূল সরকারের জয় যাত্রা শুরু হয়েছিল এই নন্দীগ্রাম থেকেই। তাই এবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা করে দিয়েছেন। আবার অপরদিকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু গড় নন্দীগ্রামে শাসকদল প্রমাণ করতে চায় যে সেখানে শুভেন্দুর কোন আলাদা ক্ষমতা ছিল না। যা ছিল তা তৃণমূলের ক্ষমতা। তাই শাসকদল নির্বাচন প্রাক্কালে নানাভাবে নন্দীগ্রামের মানুষদের দলে টানার চেষ্টা করে নানা রকম কর্মসূচি নিচ্ছে।

একুশে নির্বাচনে নন্দীগ্রামকে বেশি করে গুরুত্ব দিতে গিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণবিবাহের আসরে নবদম্পতিদের উপহার পাঠিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়াও নন্দীগ্রাম জয় করার জন্য তিনি ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায় এর সাথে বিশেষ সমীক্ষা করে রণকৌশল স্থির করতে শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সবার নজর কাড়তে নন্দীগ্রামের একটি সাধারন গণবিবাহের আসরে নব দম্পতিদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। বেনারসি আর হাত ঘড়ি নবদম্পতিদের উপহার মমতার তরফ থেকে। স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান এই গণবিবাহের আয়োজন করেছিলেন।

অন্যদিকে নিজের অবস্থানে থাকতে হাল ছাড়ছে না শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগদান করার পর থেকেই একাধিক ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি নন্দীগ্রাম থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখান। কিভাবে হারাতে হয় তো আমি দেখিয়ে দেব। পুরো নন্দীগ্রামের ১৪ টি জায়গায় তৃণমূলকে ভোকাট্টা করব।”

Related Articles

Back to top button