কেবল দল বদল করায় দল বদলের কারণে গেরুয়া শিবিরের সাংসদ স্বামী ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ কে। তারপর চলে গিয়েছে বেশ কিছুদিন। এইবার স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে পাল্টা চিঠি পাঠালেন স্ত্রী সুজাতা খাঁ। চিঠির ফাঁকে স্বামীকে মনে করিয়ে দিতে চাইলেন তাদের ভালোবাসার কথা। লিখলেন, বিজেপির কারণেই আজ ঘরছাড়া তিনি।
আগের ডিসেম্বরে এক প্রকার হঠাৎ করেই শাসক শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন সৌমিত্র পত্নী সুজাতা। যা তার ব্যক্তিগত জীবনে এনে দেয় এক নাটকীয় মোড়। স্বামী কেবল দল বদলের কারণেই তাকে পাঠিয়ে দেয় ডিভোর্সের নোটিস। পরের দিনই আইনি নোটিস পৌঁছে যায় সুজাতার কাছে। তারপর একাধিকবার সুজাতাকে বলতে শোনা গিয়েছে, রাজনৈতিক কারণে কখনও ঘর ভাঙতে পারেনা৷ এইবার বিবাহ বিচ্ছেদের নোটিসের পরিপ্রেক্ষিতে স্বামীকে চিঠি লিখলেন সুজাতা মণ্ডল খাঁ৷ তাতে তিনি লিখেছিলেন,” আমি কখনও বিচ্ছেদ চাইনি। আমি আজও ডিভোর্সে রাজি নই। তোমার থেকে আলাদা হয়ে থাকব এই কথা আমি আজও ভাবতে পারিনা।” এর পরেই নিজেদের ভালোবাসার স্মৃতিকে উষ্কে দিয়েছেন সুজাতা। তিনি লেখেন,” আগের এই ১০ টা বছর বহু চড়াই উতরাই আমরা পেরিয়ে এসেছি। সব ধরনের পরিস্থিতিতে আমি পাশে ছিলাম তোমার। সাথে থেকেছি। কিন্তু দল বদলের সাথেই তুমি আমায় পর করে দিলে।”
তার প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছেন সৌমিত্র, সেই বিষয়ে ও প্রশ্ন তোলেন সুজাতা। চিঠিতে তৃণমূল নেত্রী লেখেন,” বিজেপি ছাড়তেই তুমি কান্নাকাটি করলে, বললে ওরা তোমার ঘরের লক্ষ্ণী চুরি করেছে। আবার বিচ্ছেদের নোটিসও পাঠালে। যদি সত্যিই ঘরের লক্ষ্ণী মনে করতে তবে কি পারতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে? আর যদি তা মনে না কর, তাহলে তুমি যে অভিনয় করেছ, তা নিঃসন্দেহে দারুণ।” সৌমিত্র (Soumitra Kha) তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করে এবং বিজেপির কারণে আজ তিনি ঘরছাড়া এমন দাবি করে সুজাতা লেখেন,” তোমার আমাকে ডিভোর্সের নোটিস পাঠানোই প্রমাণ করে দিল যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত স্ত্রীকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হবে।” এছাড়া এইদিন চিঠির মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈনিক হয়েই লড়বেন। অন্যদিকে স্বামীকে নিজের সিদ্ধান্ত পুনঃবিচারের ও পরামর্শ দেন সুজাতা (Sujata Mondal Kha)।