দেশনিউজ

লাল ট্যাব হাতে বাজেট অধিবেশনে ভাষণ দেবেন নির্মলা সীতারামন, স্বাধীনতার পর এই প্রথম ডিজিটাল অধিবেশন

করোনা পরিস্থিতিতে নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বাজেটের দিকে চেয়ে আছে গোটা দেশবাসী

Advertisement

করোনা পরিস্থিতির মাঝেই চলতি বছরের বাজেট অধিবেশন আজ অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি, ২০২১। এবারের বাজেট অধিবেশনে আবারো চিরাচরিত নিয়মটার ফের পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। গতবছর তার হাতে কালো ব্রিফকেসের পরিবর্তে পাওয়া গিয়েছিল লাল কাপড়ে মোড়া বই খাতা। তিনি কারণ হিসেবে বলেছিলেন যে ভারতীয় সংস্কৃতির সাথে ব্রিফকেসটা ঠিক মানানসই নয়। তবে চলতি বছরে আবারো নিয়ম পরিবর্তন করে এবারে বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন কোন রকম ব্যবহার করছেন না। তার পরিবর্তে তার হাতে আছে শুধুমাত্র একটি লাল ট্যাব।

চলতি বছরের বাজেট অধিবেশন অন্যান্য বছরের তুলনায় বেশ চ্যালেঞ্জিং হবে তা বলাই বাহুল্য। করোনা পরিস্থিতিতে কি করে অর্থমন্ত্রী দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী। ২০১৯ সালে নির্মলা সীতারামন বাজেট অধিবেশনের প্রায় ২ ঘন্টা বক্তৃতা দেন। তারপর ২০২০ তে নিজের রেকর্ড ভেঙে বাজেট অধিবেশনে আড়াই ঘন্টা ভাষণ দেন তিনি। চলতি বছরের বাজেট অধিবেশনের সম্পূর্ণ অন্যরকম। করণা পরিস্থিতিতে অর্থমন্ত্রীকে স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ করতে হবে যাতে কোনো রকম কোনো অঘটন ঘটলে ধার না করতে হয়।

তবে বাজেট অধিবেশনের সকালে খুশির খবর যে সেনসেক্স ঊর্ধ্বমুখী। করোনা পরিস্থিতির মধ্যেই জানুয়ারি মাসে কেন্দ্র জিএসটি সংগ্রহ করেছে ১.১৯ লক্ষ কোটি টাকার, যা সর্বকালীন রেকর্ড। গত বছরের বাজেট অনুযায়ী স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৪ হাজার কোটি টাকার অনেকটাই খরচ হয়ে গিয়েছে। তাই এ বছরেও কিছুটা হলেও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ করতে হবে। অন্যদিকে গত বছর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। প্রায় বছরের শুরু মার্চ মাস থেকেই দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এতে ছাত্র-ছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং চলতি বছরে শিক্ষাকে কর্মমুখী না করলে দেশের আর আত্মনির্ভর হওয়া হবে না।

Related Articles

Back to top button