দেশনিউজ

পেট্রোল-ডিজেলের ওপর কর চাপলে সরকারের আয়ের পথ সহজ হবে, মন্তব্য সীতারামনের

Advertisement

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আম জনতার আশঙ্কা বাড়িয়ে কেন্দ্রীয় বাজেটে (Budget) পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Doesel) উপরে নতুন করে কৃষি সেস চাপালেন । কৃষি সেস চাপানো হয়েছে পেট্রোলের ওপরে লিটার পিছু ২.৫০ টাকা এবং ডিজেলের ওপরে লিটার পিছু ৪ টাকা করে। সেস চাপালেও জ্বালানির দাম বাড়বে না, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অবশ্য দাবি ৷ বাজেটে পেট্রোল- ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন ৷

কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইন্ফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) নামে পেট্রোল- ডিজেল সহ কয়েকটি পণ্যের উপরে নতুন এই সেস চাপানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। পেট্রোল- ডিজেলের আগুনে দামে আমজনতার মাথায় চিন্তার ভাঁজ পড়েছে৷ বাজেটে পেট্রোল- ডিজেলের দাম কমানোর বিষয়ে পদক্ষেপ দূরে থাক উল্টো দিকে নতুন সেস চাপালেন অর্থমন্ত্রী৷ দীর্ঘদিন ধরেই পেট্রোল-ডিজেলের ওপরে জিএসটি চাপানোর দাবি জানিয়ে আসছেন পরিবহণ শিল্পের সাথে যুক্ত মানুষ৷ সেই পথে হাঁটতে নারাজ সরকার৷ একবার জিএসটি চাপিয়ে দিলে যখন তখন করের হার বাড়িয়ে পেট্রোল- ডিজেলের থেকে রাজকোষ ভরাতে পারবে না সসরকার। অর্থনীতিবিদ রা বলছেন আর্থিক মন্দায় এমনিতেই সরকারের ভাঁড়ার প্রায় শূন্য৷ এই অবস্থায় কোষাগারের ঘাটতি মেটাতে পেট্রোল-ডিজেলের ওপরেই কর চাপানোই সরকারের কাছে আয় বৃদ্ধির সহজ পথ৷ অর্থনীতিবিদরা মনে করছেন, শুল্ক কাঠামোর পুনর্গঠন করলে পেট্রোল-ডিজেলের দাম কমত৷ কিন্তু নতুন করে কৃষি সেস চাপানোয় পেট্রোল-ডিজেলের দাম হয়তো বাড়বে না।

Related Articles

Back to top button