Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কৃষকদের আটকাতে কেন্দ্রের কড়া পদক্ষেপ, দেওয়া হয়েছে রাস্তায় পেরেক-কাঁটাতারের বেড়া

Updated :  Tuesday, February 2, 2021 3:30 PM

নয়াদিল্লি: পেরিয়ে গিয়েছে দু মাসেরও বেশি সময়। তবুও আজও কৃষক আন্দোলন একইভাবে অব্যাহত রয়েছে। ঝরেছে অনেক রক্ত, চলে গিয়েছে অনেক প্রাণ। তবুও কৃষকরা (Farmers) নিজেদের দাবিতে একইভাবে অনড়। উলটোদিকে থাকা কেন্দ্রীয় সরকার (Central Govt) তাদের দাবি থেকে এক ইঞ্চি সরতে নারাজ। সব মিলিয়ে দু মাস পেরিয়ে গেলেও রাজধানী দিল্লির (Delhi) অবস্থা এখনও উত্তপ্ত। আর এর মধ্যে কৃষক আন্দোলনকে রুখে দেওয়ার জন্য যে ঘটনা ঘটানো হল দিল্লি পুলিশের (Police) পক্ষ থেকে, তা যথেষ্ট উদ্বেগজনক। কৃষকদের রুখতে রাজধানীর রাস্তায় গড়ে তোলা হল কংক্রিট। ব্যাথা দেওয়ার জন্য রাস্তায় পোঁতা হয়েছে অসংখ্য পেরেক। দেওয়া হয়েছে কাঁটাতারও। যেন এক টুকরো সীমান্ত উঠে এসেছে দিল্লির বুকে।

এই দশকের প্রথম বাজেট ঘোষণার পর কৃষক আন্দোলনকে আরও বৃহত্তর আকারের রূপ দিতে আগামী শনিবার দেশ জুড়ে চাক্কা জ্যাম করার ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকরা। আর তারপরেই মোদি সরকারের পক্ষ থেকে কৃষক আন্দোলনকে রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গাজিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। পোঁতা হয়েছে রাস্তায় পেরেক। কার্যত ঘেরাটোপ করে রেখেছে দিল্লি প্রশাসন। যাতে কোনওভাবেই কৃষকরা নিজেদের আন্দোলন নিয়ে এগিয়ে যেতে না পারে।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মেশিকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লি। কুচকাওয়াজের আগেই দিল্লি পুলিশের শর্ত লঙ্ঘন করে নিজেদের ট্রাক্টর মিছিল শুরু করে দিয়েছিল আন্দোলনরত কৃষকরা। যার ফলে হরিয়ানা থেকে সিঙ্ঘু সীমান্ত সর্বত্র কাঁদানে গ্যাস থেকে লাঠিচার্জ, গুলি ছুঁড়তে থাকে পুলিশ। যার ফলে প্রাণ যায় এক কৃষকের। সেই রেশ এখনও কাটেনি ঠিকমতন দিল্লিতে। আর তার মধ্যেই শনিবার কৃষকদের এই চাক্কা জ্যাম কী আকার নিতে চলেছে, এখন সেটাই দেখার।p