কলকাতা: মাঘ মাস শেষ হতে এখনও ১০ দিন বাকি। আর আলিপুর আবহাওয়া দফতর বলছে, মাঘের শেষ পর্যন্ত এই কনকনে ঠান্ডা থাকবে। সুতরাং, হাড় কাঁপুনি ঠান্ডা থেকে এখনই রেহাই মিলছে না রাজ্যবাসীর। যদিও জাঁকিয়ে এই শীত বেশ উপভোগ করছে সকলে, তা রাজ্যের পর্যটনস্থলগুলির চিত্র দেখলেই বোঝা যাচ্ছে। আর জেলায় জেলায় শৈত্যপ্রবাহের কমলা সতর্কতার মধ্যেই ফের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি হিমালয়ের বিভিন্ন এলাকায় ফের তাজা তুষারপাতে ঠান্ডা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে৷
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ কলকাতায় ১১ ডিগ্রির নিচে যেমন তাপমাত্রা নেমেছে, তেমন রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। এতটাই ঠান্ডা পড়েছে যে, প্রয়োজন ছাড়া রাতে ও ভোরে বৃদ্ধ ও শিশুদের বাড়ি থেকে বার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ শৈত্যপ্রবাহের তীব্রতায় মানুষজনের স্বাভাবিক জীবনযাপনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে৷ মৌসম ভবন (IMD) জানিয়ে দিয়েছে, এখনই শীত থেকে বাঁচার কোনও সম্ভবনা নেই৷ আফগানিস্তানের ওপর পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়ে রয়েছে৷ এর প্রভাব হিমালয়ে মঙ্গলবার থেকে পড়ছে৷ আর এর প্রভাবে সমতল এলাকায় আপাতত ঠাণ্ডা থাকবে৷
পশ্চিমি ঝঞ্ঝার জেরে ৩ ও ৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট বালিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশের কিছু অংশে প্রচণ্ড বৃষ্টি হবে৷ এই পরিস্থিতি থাকবে উত্তরাখণ্ডেও। সব মিলিয়ে রাজ্যের পাশাপাশি গোটা দেশেও কনকনে ঠান্ডা আরও বেশ কিছুদিন থাকবে বলেই মনে করা হচ্ছে।