নিউজপলিটিক্সরাজ্য

বিজেপির পরিবর্তন রথ যাত্রা বাতিল করার দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রথযাত্রা কে রুখতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার (Ramaprasad Sarkar)। 

Advertisement

বিজেপির রথযাত্রা বন্ধ করার দাবিতে এবারে কলকাতা হাইকোর্টে দায়ের করা হলে একটি জনস্বার্থ মামলা। শনিবার ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল বিজেপির রথযাত্রা কর্মসূচি। নদীয়া থেকে এই রথযাত্রা উদ্বোধন করতে আসতেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (JP Nadda)। আগামী ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথের রশিতে টান দিতেন বাংলায় আসছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরকমটা পরিকল্পনা ছিল বিজেপির। তাই এবারে এই রথযাত্রা কে রুখতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার (Ramaprasad Sarkar)।

আইনজীবী দাবি করেছেন,”রাজ্যজুড়ে বিজেপির এই রথযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে। তার পাশাপাশি তিনি দাবি করেছেন বিপুল পরিমাণে লোক এতে অংশগ্রহণ করবেন। তাই সমস্যার পরিমাণ আরো বাড়তে পারে।” কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এই মামলার শুনানি হবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার।

গত সোমবার নবান্নের কাছে রথ যাত্রার অনুমতি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) কে চিঠি পাঠিয়ে রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলোতে রথযাত্রার করার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) জানিয়েছেন, “ইতিমধ্যে দুটি রথ যাত্রার বিষয় চূড়ান্ত হয়ে গেছে। বাকি তিনটি রথযাত্রা নিয়ে আরো আলোচনা করা হবে।” কিন্তু তার আগেই রথযাত্রার কে পন্ড করার জন্য কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যে রথযাত্রা বের করতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সেই সময় রাজ্য সরকারের থেকে অনুমতি না মেলায় রথযাত্রা কর্মসূচি বন্ধ করতে হয়। বিজেপি কিন্তু হাল ছাড়েনি, তারা হাইকোর্ট পর্যন্ত মামলা নিয়ে যায়। মনে করা হচ্ছে এবারে ঠিক একি ঘটনা ঘটতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে রাজ্যে। এরপরে চালু হয়ে যাবে নির্বাচনী আচরণ বিধি। সে ক্ষেত্রে কি রথযাত্রার অনুমতি মিলবে? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

Related Articles

Back to top button