নিউজ

ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর!

Advertisement

অরূপ মাহাত: ব্যাংক কর্মীদের জন্য সুখবর। সমগ্র দেশের ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধির নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ব্যাংকস এসোসিয়েশন, এমনটাই দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। ৩.৬ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৃদ্ধি আগস্ট-অক্টোবর কোয়ার্টারের জন্য। ফলে সেপ্টেম্বর মাসের বেতনের সাথে এই অতিরিক্ত বেতন তোলার সুযোগ পাবেন ব্যাংক কর্মচারীরা।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, AICPI-এর সংখ্যা অনুযায়ী, এবছর জুন মাসে Consumer Price Index বেড়ে হয়েছে 7212.98, এপ্রিলে যা 7121.68 ও মে মাসে যা 7167.33 ছিল ৷ এই সংখ্যার উপর নজর রেখে ডিএ ৩.৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের অর্থমন্ত্রক৷ এই নির্দেশের পর এবার কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বাড়তে চলেছে৷ প্রত্যেক ছ’মাসে সরকার বাজারের মূল্যবৃদ্ধি যাচাই করে ডিএ নিয়ে সমীক্ষা করে থাকে৷ ২০১৬ সালে যখন নতুন বেতন আয়োগের আবেদন লাগু হয়েছিল, তখন ডিএ তুলে দেওয়া হয়েছিল৷

এরই সাথে বদলে যাচ্ছে ব্যাংক খোলার সময়। এবিষয়ে একটি নতুন নিয়ম চালু হওয়ার কথা। সেপ্টেম্বর মাস থেকে লাগু করা হতে চলেছে নতুন নিয়ম ৷ অর্থ মন্ত্রালয়ের ব্যাঙ্কিং ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে RRB সকাল ৯টার সময় খুলে যায়৷ ফলে IBA-কে গ্রাহকদের সুবিধার জন্য ব্যাঙ্ক খোলার সময় নিয়ে ২৪ জুন তিনটি বিকল্প পাঠানো হয়৷ প্রথমে সকাল ৯ টা থেকে দুপুর ৩টে, দ্বিতীয় সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ও তৃতীয় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরই সাথে ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়, ৩১ অগাস্ট পর্যন্ত জেলা স্থরে গ্রাহক সমিতির বৈঠক করে সময় সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে তার সূচনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে৷

Related Articles

Back to top button