গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে অতিষ্ঠ হয়ে আছে গোটা বিশ্ববাসীর জীবনযাত্রা। মার্চ মাসে গতবছর লকডাউন হলে রাজ্যের সমস্ত অফিস কাছারি স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে আনলক প্রক্রিয়া চালু হলেও রাজ্যের সরকারি দপ্তরগুলিতে পূর্ণসংখ্যা কর্মী যেত না। এতদিন ধরে রাজ্য সরকারের দপ্তরগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হতো। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ৪ ঠা ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন নয়া নির্দেশিকা জারি করেছে যাতে বলা হয়েছে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের ১০০ শতাংশ হাজিরা থাকা বাধ্যতামূলক।
নবান্নের আজকের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে রাজ্য সরকারের অফিসগুলিতে ১০০ শতাংশ হাজিরা থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকদিন সব কর্মীর আসা বাধ্যতামূলক। এছাড়াও যদি কোন কর্মী ছুটি নেয় তাহলে তার বেতন কাটা যাবে। এতদিন প্রত্যেকটি দপ্তরে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হতো। কারণ কিছুদিন আগেকার করোনার প্রভাবে সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নতুন বছরের শুরুতে ভ্যাকসিন আসায় অনেকটাই বুকে বল এসেছে। এছাড়াও নতুন বছরে করোনা প্যানডেমিক এর প্রভাব যে অনেকাংশে হ্রাস পেয়েছে তা অস্বীকার করা যায় না।
নবান্ন এতদিন ধরে রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করায় সরকারি কাজে গতি অনেক কমে গিয়েছিল। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন। তার ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প হওয়ায় সরকারি দপ্তর গুলিতে কাজের চাপ অনেক বেড়ে গেছে। এবার নবান্নের নির্দেশ অনুযায়ী ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করে সরকারি দপ্তরগুলি আবার তাদের পুরনো রূপে ফিরে আসবে। প্রসঙ্গত, রাজ্য সরকার ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি অব্দি স্কুল খোলার তোড়জোড় শুরু করে দিয়েছে।