অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে বাজেট পেশ মমতার, শুরু হতেই বিধানসভায় উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনি
কলকাতা: একেবারে নজিরবিহীন ঘটনা। অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) অসুস্থ থাকায় পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট (Interim Budget) পেশ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যায় না, তাই ভোট অন অ্যাকাউন্ট (Vote On Account) পেশ করলেন মুখ্য়মন্ত্রী। যদিও মুখ্য়মন্ত্রীর বাজেট পেশের আগেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি (BJP) বিধায়করা। জয় শ্রীরাম ধ্বনি শোনা যায় তাদের মুখে। সব মিলিয়ে বাজেট পেশের আগেই হট্টগোলের পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়।
এদিন মুখ্যমন্ত্রী কেন বাজেট পড়ছেন, প্রশ্ন তুলে হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। বার বার বলেও বসানো যায়নি তাদের। বিরক্ত হয়ে নিজেই বাজেট পড়া শুরু করেও বসে পড়েন মুখ্য়মন্ত্রী। শেষে বিধায়কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। কিন্তু তাতেও শান্ত করা যায়নি পরিস্থিতি। এক সময় বিজেপি বিধায়কদের এই বিক্ষোভের নিন্দা করেন স্পিকার। বিমানবাবু বলেন, সংসদে প্রধানমন্ত্রী বলতে উঠলে এই ধরনের হইচইয়ের মুখে পড়তে হয় না তাঁকে। বিধায়কদের পশ্চিমবঙ্গ বিধানসভার মর্যাদার কথা মনে করান স্পিকার।
A new battalion – Netaji Battalion – will be formed in Kolkata Police Force: West Bengal CM Mamata Banerjee in the state Legislative Assembly pic.twitter.com/5dScmIQZtc
— ANI (@ANI) February 5, 2021
পরে এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, আমি নিজেই ৫টা রেল বাজেট পেশ করেছি। বাজেটের সময়ে কেউ কোনও কথা বলে না। কিন্তু আমি জানি না, বিজেপির এই সদস্যরা কিছু জানেন কি না । প্রোটোকল অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের ক্ষেত্রে বাজেট পেশ সাধারণত অর্থমন্ত্রীরাই করে থাকেন। যদিও পরিষদীয় মন্ত্রী এই কাজ করতে পারেন। এবার একেবারে নজিরবিহীন ভাবে সেই দায়িত্ব নিজের কাধে তুলে নেন মুখ্য়মন্ত্রী। বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ হওয়ায় এবার বাজেট পেশ করতে পারবেন না। তাই তাঁর বদলে বাজেট পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্য়মন্ত্রীর এই বাজেট পেশের মাধ্য়মে সৃষ্টি হল বেশ কয়েকটি রেকর্ড। পশ্চিমবঙ্গের প্রথম কোনও মহিলা হিসাবে আজ বিধানসভায় বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ বছর পর বাজেট পেশ করলেন তিনি। এর আগে ২০০১ সালে সংসদে রেলমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই সময়েও রেকর্ড করেছিলেন তিনি। প্রথম কোনও মহিলা রেলমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছিলেন। সংসদের ইতিহাস বলছে,সংসদে প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধি।
প্রথা অনুসারে রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। তবে এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে বাদ রাখা হয়েছে। ভোট অন অ্যাকাউন্টসে কোনও ব্যয় বরাদ্দ থাকবে না। কী থাকতে পারে বাজটে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল সবার মধ্য়ে। যদিও রাজ্য়বাসীকে নিরাস করেননি মুখ্য়মন্ত্রী। বাজেটে তিনি বলেন,রাজ্য়ে দেড় হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ হবে। দরিদ্র মাঝিদের আগামী অর্থবর্ষ থেকে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। পথশ্রী প্রকল্প ১০ হাজার কিমি রাস্তা তৈরি হবে। নন্দীগ্রামে হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করা হবে। কলকাতা থেকে বাসন্তী পর্যন্ত ৪ লেনের রাস্তা গড়বে রাজ্য় সরকার।