ফের গুলির লড়াই শুরু ভারত-পাক সীমান্তে, তাহলে কি সত্যি যুদ্ধ শুরু করতে চলেছে পাকিস্তান?
অরূপ মাহাত: একদিকে যখন কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করছে ভারত সরকার, ঠিক তখনই সীমান্ত রেখা বরাবর পাক হামলা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। গতকাল, বৃহস্পতিবার ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে কাশ্মীরের রাজৌরিতে হামলা চালায় পাক সেনা। বিএসএফ সূত্রের খবর, বিনা প্ররোচনায় সীমান্তের ওপার থেকে হেভি শেলিং করতে থাকে পাক রেঞ্জার্সরা। ভারতীয় সেনা পাল্টা জবাব দেয়। তবে দু পক্ষের এই গুলি বর্ষণে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, অব্যাহত রয়েছে গুলি বর্ষণ। এখনও জারি রয়েছে দুপক্ষের গুলির লড়াই।
দুপক্ষের এই গোলাগুলির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সীমান্তবর্তী গ্রামগুলোতে। রাজৌরি সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং করে পাক সেনা। জবাব দেয় ভারতও। দ্বিগুণ শক্তিতে আক্রমণে নামে তারা। শুরু হয় ক্রশ বর্ডার ফায়ারিং। তবে ভারতের জন্য চিন্তার বিষয় হলো সীমান্ত এলাকার গ্রামগুলো। যেসব এলাকায় সেনা ছাউনি নেই সেখানকার সীমান্তবর্তী গ্রামগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাক সেনারা। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ক্ষেত্রে যেসব অস্ত্র ব্যবহার করছে তারা, যা মূলত যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর ফলে সাধারণ মানুষের প্রাণহানির সম্ভাবনা বাড়ছে।