“রথযাত্রায় সবাই নাচবে, তারপর আমি খেলা দেখাবো”, হুঁশিয়ারি অনুব্রতর

একুশে নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের সমস্ত ক্ষমতা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের প্রচার কাজ শুরু করে দিয়েছে। এরইমধ্যে প্রচার করার জন্য বিজেপির মাস্টার স্ট্রোক হলো রথযাত্রা।…

Avatar

একুশে নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের সমস্ত ক্ষমতা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের প্রচার কাজ শুরু করে দিয়েছে। এরইমধ্যে প্রচার করার জন্য বিজেপির মাস্টার স্ট্রোক হলো রথযাত্রা। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নেতৃত্বে রথযাত্রার সূচনা হবে। তবে বিজেপির রথযাত্রা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। এবার রথযাত্রা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বিজেপির রথযাত্রার তীব্র সমালোচনা করেছে। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রথযাত্রার দিন সবাই নাচবে আর আমি দেখব। তারপর আমি খেলা শুরু করবো ওরা দেখবে।” আসলে আজকে অনুব্রত মণ্ডল নানুরের একটি জনসভায় উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন অভিজিৎ সিংহ, অসিত মাল, করিম খান প্রমুখরা। এছাড়াও এদিন অনুব্রত মণ্ডল সভা থেকে বলেন, “প্রধানমন্ত্রীর শুধু মিথ্যা কথা বলে। ওর পকেট এ মিথ্যা কথা থাকে। বাংলা এসে পকেট থেকে মিথ্যা বের করবে আর বলবে। তবে বাংলার মানুষ বোকা না। মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করবেন তা দেখার মত। ২০ লাখ মানুষের বাড়ি বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস সরকার।”

এছাড়াও আজ রাজ্যের বাজেট প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন, “মুখ্যমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছে তা সাধারণ মানুষের জন্য। এই বাজেটে সাধারণ মানুষ খুব খুশি হবে।” এছাড়াও তিনি এদিন সিএএ প্রসঙ্গে বলেছেন, “আগে ওটা চালু করে দেখাক। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ ও নেতাজির। এখানে বাংলার মানুষ সিএএ মেনে নেবে না।”