ইভেন্টনিউজরাজ্য

হিন্দুদের জন্মাষ্টমীতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কি করলো, দেখুন!

Advertisement

রাজীব ঘোষ: শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীকে ঘিরে সারা দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব উদযাপন করা হচ্ছে।রাজ‍্যের সমস্ত জায়গায় নাম সংকীর্তন, মিছিল, শোভাযাত্রার মাধ্যমে জন্মাষ্টমী পালন করা হচ্ছে।হিন্দুদের উৎসব জন্মাষ্টমীতে এবার মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও সামিল হয়ে এক নতুন নজির তৈরী করলেন।এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলায়।সেখানে জন্মাষ্টমীর দিন শুক্রবার হিন্দুদের একটি মিছিল বের হয়।সেই মিছিলে ভক্তদের মিষ্টিমুখ করালেন মালদহ জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।জন্মাষ্টমীর মিছিলে অংশ নিয়েছেন মালদহ জেলার বিজেপি সাংসদ, কংগ্রেস বিধায়ক এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা।মালদহ শহর পরিক্রমা করে জন্মাষ্টমীর মিছিলটি জাতীয় সড়কের চৌরঙ্গী মোড় পর্যন্ত আসে।

মিছিলে প্রচুর হিন্দু ভক্তদের সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করেছিলেন।সেই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথায় হিন্দু মুসলিম একসাথে পাশাপাশি এই দেশে বসবাস করবে এটাই চাই।সাংসদ খগেন মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণ শান্তি ও সম্প্রীতির প্রতীক।এই পৃথিবীতে সব ধর্মের ও সব স্তরের মানুষ একসাথে বসবাস করবে এটাই শ্রীকৃষ্ণ চেয়েছিলেন।কংগ্রেসের নেতৃত্ব বলেন, সকলের উচিত হানাহানি না করে শান্তি ও সম্প্রীতি রক্ষা করা।তাই আমরা সম্প্রীতির উৎসবে অংশগ্রহণ করেছি।এই মিছিলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অংশগ্রহণ করে শান্তি ও সম্প্রীতি রক্ষা করার কথা বলেন।স্বাভাবিক ভাবেই রাজ‍্যের মালদহ জেলায় হিন্দুদের জন্মাষ্টমীতে মুসলিম সম্প্রদায়ের মানুষের সামিল হওয়ার ঘটনা এক নজির সৃষ্টি করলো।

Related Articles

Back to top button