অশ্বিনের বোলিং দাপটে কয়েক ঘন্টার মধ্যেই গুটিয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস, বিরাটদের টার্গেট ৪২০
চেন্নাই: অশ্বিন ভেল্কিতে ১৭৮ রানে শেষ ইংল্যান্ড (England)। প্রথম ইনিংসে ৫৭৮ রান তুললেও দ্বিতীয় ইনিংসে শুরুটাই বলে দিয়েছিল কেমন হবে। দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Rabichandran Aswin) হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম বলেই ররি বার্নসে প্যাভিলিয়নে পথ দেখিয়ে অশ্বিন বুঝিয়ে দিয়েছিলেন দিনটা আজ তাঁরই।
১৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬১ রান খরচ করে অশ্বিন তুলে নেন ৬টি উইকেট। ছাড়া শাহবাজ নাদিম ২টি এবং জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট নেন। তামিল এই অফ-স্পিনারের ভেল্কিতে দু’শো রানের আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের শাসন করেছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা।
যাতে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন স্বয়ং। অধিনায়ক জো রুটের দুরন্ত ডাবল সেঞ্চুরিতে ভারতের সামনে বড় রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। রুটের ২১৮ রান ছাড়া বেন স্টোকসের ও ডম সিবলের হাফ-সেঞ্চুরিতে ৫৭৮ রান তুলেছিল ইংল্যান্ড। খেলার শেষ ফলাফল এক নজরে।
ইংল্যান্ড: ১৯০.১ ওভারে ৫৭৮/১০ (রুট ২১৮, সিবলি ৮৭, বুমরাহ ৩/৮৪)
ভারত: ৯৫.৫ ওভারে ৩৩৭/১০ (পন্থ ৯১, সুন্দর ৮৫*, ডম বেস ৪/৭৬)
ইংল্যান্ড: ৪৬.৩ ওভারে ১৭৮/১০ (রুট ৪০, অশ্বিন ৬/৬১)
ভারত: ১৩ ওভারে ৩৯/১ (শুভমন ১৫*, পূজারা ১২*, লিচ ১/২১)
জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৮১ রান।
চতুর্থ দিনের খেলা শেষ।