কলকাতা: গরু পাচারকাণ্ডের প্রথম চার্জশিটে নাম নেই বিনয় মিশ্রর (Bknay Mishra)। বর্তমানে বিনয় মিশ্রকে এখনও খুঁজে পায়নি সিবিআই (CBI)। তাৎপর্যপূর্ণভাবে বিনয় মিশ্রের নামই নেই প্রথম চার্জশিটে। নাম রয়েছে এনামুল হক, আনারুল শেখ, গোলাম মোস্তাফা, তানিয়া কুমার, রাশিদা বিবি, বাদল কৃষ্ণ স্যানাল। চার্জশিটে নাম রয়েছে বিএসএফের (BSF) কম্যান্ডাট সতীশ কুমারেরও। এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে।
প্রসঙ্গত, বিনয় মিশ্রের ইস্যুতে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন বিনয় মিশ্র। ইতিমধ্যে বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিনয় মিশ্রকে খুঁজে না পাওয়ায় তাঁকে ৪ বার সমন পাঠিয়েছিল সিবিআই। পরে তার বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। কিন্তু একবার তদন্তকারীদের সামনে আসেননি তিনি। গরু পাচারে বিপুল অঙ্কের টাকা পাচারে বিনয়ের হাত ছিল বলেই দাবি সিবিআই আধিকারিকদের। বিনয় মিশ্রকে ঘিরে লেগেছে রাজনৈতিক তরজাও।
বিজেপি ও তৃণমূল দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে এ দেশেই নেই বিনয় মিশ্র। এক সময়ে গৃহ শিক্ষকতা করতেন বিনয় মিশ্র। এর পাশাপাশি মার্বেলের ব্যবসাও ছিল তাঁর। ২০১৬ সাল পর্যন্ত স্বাভাবিক জীবন যাপন ছিল তাঁর। কিন্তু আচমকাই তাঁর লাইফস্টাইল বদলে যায় উল্কার গতিতে। বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ি। শীর্ষ রাজনৈতিক ব্যত্তিত্বদের মাঝে দেখা যেত। যা নজর এড়ায়নি এলাকাবাসীদের। গরু পাচার কাণ্ডে তদন্তে তাঁকে খুঁজছে সিবিআই। যদিও প্রথম চার্জশিটে নাম নেই বিনয় মিশ্রের।
আর এ হেন বিনয় মিশ্রের রাজ্যের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে অভিযোগ। ইতিমধ্যে গরু ও কয়লা পাচার কাণ্ডে রাজ্যে জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। কয়লা কাণ্ডে লালার নাম উঠে এসেছে। গরু পাচার কাণ্ডে একাধিকবার সামনে এসেছে এনামুল হকের নাম। সেই এনামুলের নামও এই চার্জশিটে রয়েছে।