দেশনিউজরাজ্য

শুরু হল মাদ্রাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া, আপনি সুযোগ পাবেন মাত্র একবারই

Advertisement

শুরু হল মাদ্রাসা (Madrasa) শিক্ষকদের (Teacher) বদলি প্রক্রিয়া, ২০১৩ সাল থেকে টানা ৭ বছর পর অবশেষে মাদ্রাসার জেনারেল ট্রানস্ফার শুরু হল। স্কুলের (School) জন্য চালু না হলেও, মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য অনলাইন জেনারেল ট্রান্সফার শুরু হল। এর আগে জেনারেল ট্রান্সফারের কাউন্সিলিং কিছুদিন আগেই সমাপ্ত হলেও, কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এই ট্রান্সফারে আবেদন করতে পারেননি । মাদ্রাসা সার্ভিস কমিশন সেই সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি মেনে অনলাইন ট্রান্সফার শুরু করল।

২০১৩ সালে পর সুদীর্ঘ সময় পরে আজ ভোটের প্রাক্কালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে General transfer এর online application সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে অনলাইন আবেদনের লিঙ্ক। জানানো হয়েছে একজন আবেদনকারী মাত্র একবারই আবেদন করার সুযোগ পাবেন। আপলোড করতে হবে ২০০ কেবি সাইজের মধ্যে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে স্ক্যান করা সই এবং ছবি।

পাশাপাশি আপলোড করতে হবে, রেকোমেন্ডেশন লেটারের স্ক্যান কপি। সাইজ হতে হবে সর্বোচ্চ ৫০০ কেবি। ডিআই এর কনফারমেশন লেটারের স্ক্যান কপি আপলোড করতে হবে ৫০০ কেবি সাইজের মধ্যে। এবং সার্ভিস প্রুফের কপিও আপলোড করতে হবে একই ভাবে । এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করুন।

মাদ্রাসার শিক্ষক রাজকুমার লাহা বললেন যে, “আমাদের সুদীর্ঘ অপেক্ষার অবসান হলো। মাদ্রাসা সার্ভিস কমিশনকে বিশেষ ধন্যবাদ।এই সাফল্যের জন্য অল পোস্ট গ্ৰ্যজুয়েট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ধারাবাহিক পদক্ষেপকেও কুর্নিশ জানাই। এর আগে ২০১৩ সালের শেষবারের জন্য জেনারেল ট্রান্সফারের বিজ্ঞপ্তি বেরিয়েছিল।

শিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিংকর অধিকারী মাদ্রাসা স্কুলগুলির ক্ষেত্রে জেনারেল ট্রান্সফার প্রক্রিয়া চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে মাদ্রাসা নয় এমন বিদ্যালয়গুলির ক্ষেত্রেও একই ভাবে আবেদনের ভিত্তিতে বদলি প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button