নিউজপলিটিক্সরাজ্য

আমরাই আবারো ফিরে আসবো হুংকার মমতার

তার সঙ্গেই তিনি এদিন ফটো তোলার সময় ভিক্টরি সাইন দেখান।

Advertisement

আমরা আবারও বিধানসভা নির্বাচনে ফিরে আসবো। এমনটাই হুংকার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিন ছিল। এদিনের মাধ্যমে চলতি বছরের বিধানসভার মেয়াদ শেষ হলো। নিয়মমাফিক ফটোসেশনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই তিনি এদিন ফটো তোলার সময় ভিক্টরি সাইন দেখান।

বিধানসভা অধিবেশন এ বাজেট অনেক বেশি প্রকল্প ঘোষণা নিয়ে চলে এসেছে এ বছরে। তবে এই নিয়ে এবারে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, “আরতো মাত্র ক’দিন আছেন। তার আগে এত ঘোষণা?” সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,”আমরা জিতে আসব আর এমনভাবে জিতে আসবো যে আরও অনেক দিন থাকবো।” এরপর তিনি স্পিকারের ঘর ছেড়ে বেরোনোর সময় তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর সঙ্গে দেখা করেন। তাদেরকে আগাম শুভেচ্ছা বার্তা জানান এবং বলেন, “আমি সব সময় ইতিবাচক থাকি এবং আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস আমরাই জিতবো।”

যদিও বাম এবং কংগ্রেস বিধায়ক রা ফটোসেশনে অংশ গ্রহণ করলেন না। বিজেপি বিধায়ক রা ছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বিধায়ক ভিক্টরি সাইন দেখিয়ে ছবি তুললেন। অন্যদিকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) বলেন, “পাঁচ বছর বিরোধীদের মর্যাদা দেযনি। কোন প্রশাসনিক বৈঠকের রাখেনি। আর এখন গণতান্ত্রিক দেখানোর জন্য ফটোসেশন করছে। আমরা এই ফটোসেশনে যাব না।” যদিও একি সুর বাম নেতাদের গলাতেও। তাদের বক্তব্য, “অগণতান্ত্রিক সরকারের সঙ্গে এক ফ্রেমে থাকবো না।”

Related Articles

Back to top button