মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা, টুইট করে জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে এদিন ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন একাধিক বিষয়ে কথা হয় দুই দেশের মধ্যে। ট্যুইট (Tweet) করে বিষয়টি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এদিন প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন, ‘আজকে মার্কিন প্রেসিডেন্ট (President) জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছি। জলবায়ুর বিষয়ে দুই দেশের কথা হয়েছে। দুই দেশ একসঙ্গে এগোবে। এর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়েও কথা হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে অনেকটাই কথা হয়েছে।’
President @JoeBiden and I are committed to a rules-based international order. We look forward to consolidating our strategic partnership to further peace and security in the Indo-Pacific region and beyond. @POTUS
— Narendra Modi (@narendramodi) February 8, 2021
ক্ষমতায় আসার পরেই বেশ কিছু নয়া নিয়ম নিয়ে আসেন বাইডেন। সেই সঙ্গে ট্রাম্পের প্রচুর নিয়ম তুলে দেন। মসনদে বসেই ডোনাল্ড ট্রাম্পের উল্টো পথে হাটেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্যারিসের জলবায়ু চুক্তিতে ফের প্রবেশ থেকে শুরু করে বেশ কিছু মুসলিম দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া, অনেক কিছু নয়া সিদ্ধান্ত নেন। সেইসঙ্গে প্যারিজ জলবায়ু চুক্তিত ফিরতে চলেছে আমেরিকা। এমন অধ্যাদেশেও সাক্ষর করেছেন তিনি। প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। সেইসঙ্গে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে পাঁচিলের কাজ বন্ধ রাখতে বলেছেন তিনি। এছাড়া বিতর্কিত Keystone XL oil pipeline অনুমতিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বেশ কিছু মুসলিম রাষ্ট্রে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। সেটাও বাতিল করা হয়। জানা গিয়েছিস, আগামী দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এটা সূচনা মাত্র। নির্বাচন প্রচারকালে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব রক্ষা করা হবে। পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে মার্কিন সেনায় তৃতীয় লিঙ্গের প্রবেশের অনুমতি দেওয়া, মার্কিন তহবিল সংক্রান্ত বেশ কিছু বিষয়ে নির্দেশিকা দেওয়া হতে পারে। অনুমান করা যাচ্ছিল ট্রাম্পের থেকে একেবারে উল্টো পথে চলতে পারেন বাইডেন। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে বাইডেন বুঝিয়ে দিলেন তিনি আদতে ট্রাম্পের রাস্তায় হাটছেন না। তাঁর পূর্বসরীর সম্পূর্ণ উল্টো পথে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিজের সফর শুরু করেন বাইডেন।