করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে রাজ্যজুড়ে লকডাউন শুরু হয়ে গিয়েছিল। লকডাউন চালুর সময় থেকেই বন্ধ হয়ে গিয়েছিল স্কুল কলেজ অফিস কাছারি ও অন্যদিকে মন্দির-মসজিদ সমস্ত। তবে গত বছরের শেষের দিকে আনলক প্রক্রিয়া চালু হলে প্রয়োজনীয় জিনিস যেমন কিছু অফিস খুলে যায়। কিন্তু বন্ধ রাখা হয়েছিল মন্দির। চলতি বছরের শুরুতে করোনার আতঙ্ক এখন অনেকটাই কমেছে। জোর কদমে টিকাকরণ চালু হয়ে গিয়েছে গোটা রাজ্যে। এবার আগামীকাল অর্থাৎ বুধবার ৭ মাস পর ফের ভক্তদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে সাড়ে ৮ টা থেকে ১১ টা ও বিকেলে ৩ টে থেকে ৫ টা অতি মন্দির খোলা থাকবে।
করণা আতঙ্কে লকডাউন এর সময় গতবছর মার্চ মাসে বেলুড় মঠ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ১ জুন রাজ্যের সমস্ত ধর্মস্থান খোলার অনুমতি পেলে বেলুড় মঠ খুলে যায়। কিন্তু তখন পাল্লা দিয়ে সংক্রমণ বাড়তে থাকলে মন্দির কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে মঠ ফের বন্ধ করে দেয়। তারপর আগামীকাল বুধবার আবার বেলুড় মঠ খুলছে। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে বেলুড়মঠে প্রবেশ করতে গেলে কোভিড প্রটোকল মেনে চলতে হবে। পড়তে হবে মাস্ক। এছাড়াও বর্তমানে আপাতত সন্ধারতি দেখতে পারবেনা ভক্তরা। এছাড়াও আগের মত সারদা মন্দির থেকে প্রসাদ বিতরণ হবে না। বেলুড় মঠ মিউজিয়াম আপাতত এখন বন্ধ থাকবে।
অন্যদিকে অনেকদিন আগেই করোনা বিধি মেনে তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হয়েছিল। তবে তখন গর্ভ গিয়ে ঢোকার অনুমতি ছিল না দর্শনার্থীদের। আগামীকাল থেকে সেই বিধি-নিষেধ আর থাকছে না। বুধবার থেকে সম্পূর্ণরূপে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এবার থেকে কোভিড প্রটোকল মান্যতা করে গর্ভগৃহের মাথায় জল ঢালতে বা পূজা পাঠ করতে পারবে দর্শনার্থীরা।