নয়াদিল্লি: এ যেন মানবী প্রধানমন্ত্রীর (Primr Minister) রূপ! এভাবেও সাধারণ মানুষের পাশে থাকা যায় এমনটাই প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি একরত্তি শিশুকন্যা ও তার পরিবারের পাশে থেকে এক অভিনব বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এর আগে এত হৃদয়স্পর্শী হিসেবে মোদিকে কেউ হয়তো দেখেনি। বিষয়টি হল, বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের শিশুকন্যা তিরা কামাত। জন্ম থেকেই ভুগছে Spinal Muscular Atrophy (SMA) Type 1-এ। চিকিৎসার জন্য ওষুধের খরচ পড়ছে ১৬ কোটি টাকা, যা আসছে আমেরিকা (America) থেকে। আর এই ১৬ কোটি টাকা ওষুধের জন্য GST পড়ছে ৬ কোটি টাকা। স্বাভাবিকভাবেই দিশেহারা শিশুটির বাবা-মা। এমন সময় তিরার জন্য হৃদয়স্পর্শী পদক্ষেপ নিলেন খোদ প্রধানমন্ত্রী। নিজের উদ্যোগে মুকুব করে দিলেন ওষুধ বাবদ বরাদ্দ সম্পূর্ণ জিএসটি।
জানা গিয়েছে, গত বছর অক্টোবর এবং চলতি বছরের ডিসেম্বরে তিরা কামাতের মা ও বাবা প্রধানমন্ত্রীর কাছে তাদের সন্তানের অসুখের কথা জানিয়ে আবেদন জানান GST মুকুবের জন্য। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান, ওষুধের খরচ ১৬ কোটি টাকা। কিন্তু ২৩ শতাংশ ইমপোর্ট ডিউটি ও ১২ শতংশ জিএসটি-র কারণে বাড়তি ৬ কোটি টাকা যোগ হচ্ছে। সমস্ত অনুদান একত্রিত করে তারা ১৬ কোটি টাকাই যোগার করতে পেরেছেন।তাই জিএসটির ৬ কোটি টাকা দেওয়া তাদের কাছে খুব কঠিন বলেই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তারা। আর এবার সেই আবেদনে সাড়া দিয়েছেন মানবী প্রধানমন্ত্রী।
বিরোধী দলনেতা দেবেন্দ্র ফরনবিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠিতে অনুরোধ করেন, তিরা কামাতের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ আমদানির সমস্তরকম শুল্কে যাতে ছাড় দেওয়া হয়। সেই অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর এ হেন মর্মস্পর্শী পদক্ষেপকে বাহবা জানিয়ে মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফড়নবিশ। জিএসটি মুকুবের ফলে খুশি শিশুকন্যাটির পরিবারও। তারাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।