তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi ) এর ইস্তফা দিন দিল্লি চলে গেলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারি (Dibyendu Adhikary)। জল্পনা তুঙ্গে উঠলো তার দল ত্যাগ নিয়ে। যদিও এই বিষয়ে কোনো সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন দিব্যেন্দু অধিকারি। তমলুক সাংসদ দাবি করেছেন, তিনি এখনো পর্যন্ত তৃণমূলে আছেন।
যখন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) দলত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন তখন তুঙ্গে উঠেছিল তার ভাই দিব্যেন্দু দলত্যাগের কথা। পাশাপাশি দিব্যেন্দুর এক ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary) বিজেপিতে যোগ দেওয়ার পরে এই জল্পনা আরো তুঙ্গে উঠে। এবার তারই মাঝে দিল্লী যাচ্ছেন দিব্যেন্দু অধিকারি। প্রসঙ্গত, দিল্লি গিয়ে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার (Om Birla) সঙ্গে সাক্ষাত করবেন। তারপর কথা রয়েছে তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার। ১০ ফেব্রুয়ারি এই সাক্ষাতের কথা ছিল।
সেদিন কেই দিব্যেন্দুর দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু তিনি যাননি। আর এইবারে তিনি দিল্লি যাবার কথা নিজে স্বীকার করে নিয়েছেন। দিব্যেন্দু দাবি করেছেন, লোকসভার একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে আগামীকাল এবং সেখানে তিনি অংশগ্রহণ করছেন। তার ঘোষণা লোকসভার অধ্যক্ষের সঙ্গে তিনি কোনো রকম সাক্ষাৎ করবেন না। যদিও রাজনৈতিক মহল তার এই সাফাই এর মধ্যেও দলবদল এর গন্ধ পাচ্ছে।