Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিতর্কিত রায় দেওয়ার জের! বম্বে হাইকোর্টের বিচারপতির মেয়াদ বাড়ল এক বছর

মুম্বই: কিছুদিন আগেই বম্বে হাইকোর্টের (Bombay Highcourt) বিচারপতি  পুষ্পা গানেদিওয়ালা (Puspa Ganodiwala) যৌন নির্যাতন সম্পর্কিত যে রায় দিয়েছিলেন, তা নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল দেশ জুড়ে। এবার বম্বে হাইকোর্টের সেই অতিরিক্তি বিচারপতি…

Avatar

মুম্বই: কিছুদিন আগেই বম্বে হাইকোর্টের (Bombay Highcourt) বিচারপতি  পুষ্পা গানেদিওয়ালা (Puspa Ganodiwala) যৌন নির্যাতন সম্পর্কিত যে রায় দিয়েছিলেন, তা নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল দেশ জুড়ে। এবার বম্বে হাইকোর্টের সেই অতিরিক্তি বিচারপতি  পুষ্পা গানেদিওয়ালার মেয়াদ নতুন করে বাড়ানো হল মাত্র এক বছরের জন্য।

গতকাল অর্থাৎ শুক্রবার ই শেষ হয়েছে তার এই মেয়াদ। আজ অর্থাৎ শনিবার থেকে নতুন করে ১ বছরের জন্য মেয়াদ বহাল থাকবে তার। সাধারণত অতিরিক্ত বিচারপতিদের মেয়াদ দু’বছরের জন্য বাড়ানো হয়। কিন্তু পুষ্পার মেয়াদ বাড়ানো হয়েছে এক বছরের জন্য। ওয়াকিবহাল মহল মনে করছে  তাঁর রায় ঘিরে শুরু হওয়া বিতর্কের জেরেই সরকারের এমন সিদ্ধান্ত ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি যৌন নিগ্রহের মামলায় পুষ্পা গানেদিওয়ালা জানিয়েছিলেন, পোশাকের উপর নাবালিকার স্তনে হাত দিলে পকসো আইনের আওতায় তা যৌননিগ্রহ হিসেবে গ্রাহ্য হবে না। যৌনতামূলক কার্যকলাপের অভিপ্রায়ে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ হলে, তবেই তা যৌন নিগ্রহ হিসেবে প্রমাণিত হবে। এই কারণে গানেদিওয়ালাকে নিয়ে ‘আপত্তি’ প্রবীণ দুই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএম খান উইলকরের। প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন নারীবাদী সংগঠনও। পরে সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কেন্দ্রীয় সরকারকে যে সুপারিশ করেছিল তা খারিজ করে দু’বছরের জায়গায় মাত্র এক বছরের জন্য মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

About Author