নিউজপলিটিক্সরাজ্য

পরিবর্তনের যাত্রাকে কেন্দ্র করে শাসক শিবির- বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার, জখম ৫ জন কর্মী

পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম, আহত পাঁচ।

Advertisement

পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে শাসক শিবির- গেরুয়া শিবির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। আহত হয়েছেন দুই পক্ষের পাঁচ জন কর্মী। বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তাদের। এই ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থম থমে এলাকা। ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার তথা গতকাল। এই দিন রাতে গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছায় ইলামবাজারে। সেখানে সভা করেন গেরুয়া শিবিরের রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly) । আহত গেরুয়া শিবিরের কর্মী শেখ কাজিম জানান, সভা শেষে ইলামবাজারের নানাসোল পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামে ফিরেছিলেন বেশ কিছু গেরুয়া শিবিরের সমর্থক।

আহত বিজেপি কর্মী শেখ কাজিম জানান, সভা শেষে ইলামবাজারের নানাসোল পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামে ফিরছিলেন বেশ কিছু বিজেপি সর্মথক। শুক্রবার সকালে তৃণমূলের পক্ষ থেকে ওই গ্রামের বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছিল কেউ যেন বিজেপির সভায় না যায়। তা নিয়ে গ্রামে উত্তেজনা ছিল। রাতে বিজেপি সর্মথকেরা ফিরে বড় মসজিদ সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের লাঠি, বাঁশ নিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন শেখ কাজিম। এরপর তৃণমূল সর্মথকেরা বিজেপি সর্মথক শেখ মুজিবুর এবং শেখ দিকাইয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।

এই দিকে আহত শাসক শিবিরের কর্মী শেখ জালালুদ্দিন অভিযোগ, পরিবর্তন যাত্রার রথ নিয়ে গেরুয়া শিবিরের সমর্থকেরা গ্রামে ফিরে শাসক শিবিরের কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে বসে থাকে কর্মীদের উদ্দেশ্যে করে কটুক্তি করে। প্রতিবাদ করতেই তাদের মারধর করা হয়। গুরুতর জখম হন শেখ কুরো, শেখ সেলিম, মহম্মদ আজিজ এবং শেখ সুকুর। এবিষয়ে তৃণমূলের ইলামবাজারের ব্লক সভাপতি শেখ তরু বলেন, পরিকল্পনা করে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কথায়, “বিজেপি কর্মীরা দলের সভায় গেলে ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। ইলামবাজারেও তাই হয়েছে।” উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বোলপুর থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। যাবে কীর্ণাহার। নেতৃত্বে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।

Related Articles

Back to top button