‘খেলা হবে খেলা হবে ডোমজুড়ের মাটিতেও খেলা হবে’, বালিতে এক মিছিলে উপস্থিত হয়ে গেরুয়া শিবিরের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) এমনটাই বলতে শোনা গেল শ্রীরামপুরের শাসক শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে(Kalyan Banerjee)। তার বক্তব্য,”আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড় থেকেই নির্বাচন লড়ুন, তাহলেই তো খেলা হবে। এমন রাতের ঘুম ওড়াবো যে আগামী ২ বছর রাতে ঘুম আসবেনা।”
রাজীব যে ‘ডবল ইঞ্জিন সরকারের’ কথা বলছেন, এই দিন তাকেও কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে তিনি এইদিন বলেন,”একটি ইঞ্জিনের সরকারও তারা পাবেনা। গোটা দেশের লোক লাল কার্ড দেখাচ্ছে। ২০২৪ সালে কেন্দ্র থেকেও ওই ইঞ্জিন চলে যাবে।” কল্যাণ আরও বলেন,”রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যত শাসক শিবিরের থেকে যাবে, ততই দল পরিষ্কার পরিচ্ছন্ন হবে”। প্রসঙ্গৎ উল্লেখ্য, বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার প্রয়োজন বলে একের পর এক দাবি করে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থাতে ডবল ইঞ্জিন সরকারের কথা রাজীব। তার বক্তব্য,”কেন্দ্র এবং রাজ্য যদি যৌথভাবে কাজ না করতে পারে তাহলে কোনও সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কেবল ঝগড়া করলে রাজ্যের জন্য কেন্দ্রের কাছ থেকে বিশেষ সুবিধা অর্জন করা যাবেনা। বাংলার মানুষ এতে কেবল বঞ্চনার স্বীকার হবেন। তাই আগামিদিনে চাই ডবল ইঞ্জিন সরকার। ৩৪ বছরের বামফ্রন্ট শাসক কাল এবং ৯ বছরের বর্তমান বাংলা সরকার, বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছেন। বাংলার মানুষ এবার সেই রায়ই দেবেন।’ একই সঙ্গে অমিত শাহের সঙ্গে বাংলার জন্য বিশেষ প্যাকেজের বিষয়ে কথা হয়েছে বলেও জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও খোঁচা দেন কল্যাণ। ইতিমধ্যেই দিলীপকে ‘পাগলা ষাঁড়’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। সেই ‘পাগল যাঁড়ের’ চিকিৎসা কী এই প্রশ্ন করা হলে কল্যাণ বলেন,”পাগল মানুষের চিকিৎসা হয়। কিন্তু ষাঁড়ের চিকিৎসা আর কি হবে?”