সুপ্রিম কোর্টের আরো এক রায়ের সাক্ষী থাকল ভারতবাসী। বর্তমান সময়ে মেয়েদের ধর্ষণের অভিযোগ ছেলেদের ওপর একটা সাধারণ ঘটনা। কোনো কোনো সময় মহিলারা বিয়ে হবে না জেনে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে জড়ানোর পরও ধর্ষণের অভিযোগ করতে পারত। এই ব্যাপারে এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
কিছুদিন আগে সিআরপিএফ এর ডেপুটি কম্যান্ডান্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ট্যাক্সের অ্যসিসটেন্ট কমিশনার। এই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দেয় কোনো মহিলা বিয়ে হবে না জানা সত্তেও যদি শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে সেই মহিলাটি ধর্ষণের অভিযোগ করতে পারবেন না।